২০২৪ লোকসভা ভোটের সময় শেষবার লড়েছিলেন তন্ময়। কিন্তু কোনও লাভ হয়নি সিপিএমের। বিপক্ষ দলের কাছে হারতে হয়েছিল বর্ষীয়ান এই বাম নেতাকে। বরাহনগর কেন্দ্রে বিধানসভা ভোটের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তন্ময় ভট্টাচার্য। সেখানেও হারতে হয়েছিল তাঁকে। বর্তমানে বর্ষীয়ান নিয়ে উত্তপ্তএই বাম নেতাকে বঙ্গ রাজনীতি। তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এক মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে উত্তপ্ত রাজনৈতিক মহল থেকে শুরু করে সমাজমাধ্যম।
প্রসঙ্গত, রবিবার দুপুরে এক তরুণী সাংবাদিক ফেসবুক লাইভ করেন। সেখানেই তিনি দাবি করেন, এদিন তাঁর তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল। সেই মতো তিনি সিপিএম নেতার কাছে পৌঁছে যান। তাঁর অভিযোগ, ইন্টারভিউ নেওয়ার আগেই তন্ময়বাবু নাকি তাঁর কোলে বসে পড়েন। সোশ্যাল মিডিয়ায় মহিলা সাংবাদিকের অভিযোগ সামনে আসতেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আসরে নেমে পড়েন। তিনি অবিলম্বে তন্ময় ভট্টাচার্যের গ্রেফতারির দাবি করেন।
এরপরই ওই মহিলা সাংবাদিকের করা অভিযোগের ভিত্তিতে বর্ষীয়ান এই বাম নেতাকে তলব করে বরাহনগর থানা। তাঁকে খনও পর্যন্ত দুবার জেরা করা হয়েছে। যদিও এখনও তিনি আটক বা গ্রেফতার হননি। তন্ময় ভট্টাচার্য এক সময় উত্তর দমদমের বিধায়ক হয়েছিলেন। আসুন জেনে নিন এই বাম নেতার সম্পত্তির পরিমাণ কত? কি বলছে নির্বাচনী হলফনামা?
নির্বাচন কমিশনের হলফনামা থেকে পাওয়া তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবর্ষে এই সিপিএম নেতার বার্ষিক আয় ছিল ৫ লক্ষ ৫০ হাজার ৮০ টাকা। ওই বছর তার স্ত্রী লিলি ভট্টাচার্যের আয় ছিল ৪ লক্ষ ৬০ হাজার ৪৮০ টাকা। হলফনামা বলছে যখন তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয় তখন তন্ময়ের হাতে নগদ ছিল ১৫ হাজার টাকা। অন্যদিকে তার স্ত্রীর হাতে ছিল ৩০ হাজার টাকা নগদ।
আরও জানা যাচ্ছে, তার নিজের নামে ও পরিবারের সদস্যের সঙ্গে যৌথভাবে রয়েছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তার মধ্যে একটিতে রয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৬১৮ টাকা। স্ত্রীর সঙ্গে একটি যৌথ অ্য়াকাউন্টে রয়েছে ২১ হাজার ৩৪১ টাকা। একটি পেনশনে অ্যাকাউন্ট রয়েছে। যার মধ্যে রয়েছে ৪ লক্ষ ৪১৭ হাজার ৩৫ টাকা। এছাড়াও আরও একটি অ্যাকাউন্টে ১ লক্ষ ১৯ হাজারের বেশি টাকা
রয়েছে। যদিও সেটি পরিবারের সদস্যের সঙ্গেই টার্ম ডিপোজিট। আরও একটি অ্য়াকাউন্টে রয়েছে ৮ হাজার ৭৫৮ টাকা। তবে উপরের সবকটাই ইউকো ব্যাঙ্কের নিউ মার্কেট ব্রাঞ্চে। এছাড়া ও সল্টলেক সেক্টর টু-তে ইউকো ব্যাঙ্কে তাঁর একটি অ্যাকাউন্ট রয়েছে। এসবিআই-তে স্ত্রীর সঙ্গে একটি যৌথ অ্য়াকাউন্ট রয়েছে। স্ত্রীর নামে ইস্টার্ন রেলওয়ে কো-অপারেটিভ ব্যাঙ্কে রয়েছে আরও একটি অ্যাকাউন্ট।
তন্ময়ের কাছে রয়েছে ৪ লক্ষ ১ হাজার ৭৯০ টাকার একটি গাড়ি। এছাড়াও বরাহনগরে অবস্হিত তার বাড়ির কথাও উল্লেখ রয়েছে হলফনামায়। যার বর্তমান বাজার মূল্য ৭৫ লক্ষ টাকা। তন্ময়ের স্থাবর সম্পত্তির পরিমাণ ২১ লক্ষ ২৮ হাজার ৮৮৬ টাকা। অন্যদিকে তন্ময়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭৫ লক্ষ। সে ক্ষেত্রে স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩২ লক্ষ টাকা।
Discussion about this post