আবারও লিটার প্রতি বৃদ্ধি পেল দুধের দাম। আমুলের পরে মাদার ডেয়ারির দাম বৃদ্ধি। গরম বৃদ্ধি পাওয়ায় দুধ উৎপাদন প্রভাবিত হয়েছে। যার ফলে লিটার প্রতি আবারও বৃদ্ধি পেয়েছে দুধের দাম। সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোট শেষ। বেশ কয়েক মাসের যুদ্ধের অবসান হয়েছে। ভোট পর্ব মিটে যাওয়ার পরই লিটার প্রতি ২ টাকা বৃদ্ধি করার ঘোষণা করলো এক সংস্থা। বেশ কিছুদিন আগে আমূল দুধের দাম বৃদ্ধি পেয়েছিল, এবার সেই পথে মাদার ডেয়ারির দাম বৃদ্ধি পেল।
মাদার ডেয়ারির তরফ থেকে ঘোষণা করা হয়েছে, সারা দেশ জুড়ে অত্যাধিক ভাবে গরম বৃদ্ধি পাওয়ায় দুধ উৎপাদন প্রভাবিত হয়েছে। উৎপাদনের তারতম্যের কারণেই বিক্রয় মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। কার্যত গত কয়েক মাস ধরেই দুধের মূল্য বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে প্যাকেটজাত আমূল দুধের দাম বিশেষ বৃদ্ধি পেয়েছে। সেই পথেই মূল্য বৃদ্ধিতে আরও এক পা এগোলো মাদার ডেয়ারী। ভোট পর্বের সমাপ্তির পর এক সংস্থা দাম বৃদ্ধির কথা ঘোষণা করলো।
কার্যত বেশ কয়েকমাস আগে আমূলের দাম বৃদ্ধি পেয়েছিল। আমূলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, লিটার প্রতি ২ টাকা দাম বৃদ্ধি করার অর্থ বিক্রয়মূল্য ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধি করা। যা খাদ্য মূল্য বৃদ্ধির তুলনায় অনেক কম। আমূলের ৫০০ মিলিলিটার আমূল গোল্ড, ও মহিষের দুধ ৩৩ টাকা ও ৩৬ টাকা বৃদ্ধি পেয়েছে। সংস্থার তরফ থেকে জানানো হয়, আনুষঙ্গিক উৎপাদন খরচ বৃদ্ধি, ও আবহাওয়ার দরুন দুধ উৎপাদন প্রভাবিত হওয়ায় তাদের এই পদক্ষেপ।
Discussion about this post