সময় যত এগোচ্ছে, ততই স্কুটির দিকে ঝুঁকছেন মানুষ। মূলত ছিমছাম ডিজাইন এবং গিয়ারলেস প্রযুক্তির জন্য অনেকেই বাইক ছেড়ে স্কুটির দিকে ঝুঁকছেন। অপরদিকে, পেট্রল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির জন্য আবার বাজার ছেয়ে যাচ্ছে ইলেকট্রিক স্কুটারে। যার দাম আবার অনেকটাই বেশি। কিন্তু ধরুণ যদি আপনার স্কুটি এক বোতল জল দিয়েই চলতো, তবে কেমন হতো? কি ভাবছেন, এটা কোনও কল্পবিজ্ঞানের গল্প। মোটেই না মশাই, খুব শীঘ্রই বাজারে আসছে এমন স্কুটি, যা কেবলমাত্র জল দিয়েই ছুটবে। লাগবে না পেট্রল, বিদ্যুৎ বা সিএনজি।
মাত্র ১ লিটার জলে এই স্কুটি ছুটবে প্রায় ১৫০ কিলোমিটার। অর্থাৎ, আপনি বারুইপুর বা ব্যারাকপুর থেকে অনায়াসে কলকাতার সেক্টর ফাইভে অফিসে গিয়ে আবার ফিরে আসবেন। খরচ হবে মাত্র এক লিটার জল। এমনই এক আশ্চর্য স্কুটি বাজারে আনতে চলেছে ভারতীয় সংস্থা জয় ই-বাইক। আদতে জয় ই-বাইক সংস্থার এই নতুন স্কুটি চলবে হাইড্রোজেনের সাহায্যে।
কী ভাবে জলের সাহায্যে চলবে এই স্কুটি
জয় ই-বাইক সংস্থা মূলত ওয়ার্ডভিজার্ড হাইড্রোজেন ফিউল সেল কোম্পানি এবং ইলেক্ট্রোলাইজার টেকনোলজি লিমিটেড একযোগে এই বিষয়ে কাজ করছে। নতুন এই প্রযুক্তির সাহায্যে জয় ই-বাইকের আসন্ন স্কুটারটি শুধুমাত্র বিশুদ্ধ জল বা ডিস্ট্রিল ওয়াটারে চলবে বলেই দাবি করেছে। এর ফলে একদিকে পরিবেশ দূষণ যেমন কমানো যাবে, তেমনই গ্রাহকের খরচ বাঁচবে। প্রসঙ্গত. হাইড্রোজেন প্রযুক্তি আগামীদিনে গোটা পৃথিবীর গাড়ি শিল্পকেই আমুল বদলে দেবে বলে দাবি করছেন পরিবহন বিশেষজ্ঞরা। দেশীয় সংস্থা জয় ই-বাইক এই ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহন করতে চলেছে।
সম্প্রতি দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হওয়া ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে এই হাইড্রোজেন স্কুটি প্রদর্শিত হয়েছে। সেখানে এই নতুন প্রযুক্তির ই-বাইক বা স্কুটি নিয়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে। জানা যাচ্ছে, এই হাইড্রোজেন স্কুটি তলবে মূলত ডিস্ট্রিল ওয়াটারের সাহায্যেই। এর সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ২৫ কিলোমিটার। মাত্র ৩০ গ্রাম হাইড্রোজেন ব্যবহার করে স্কুটিটি ৫৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। সংস্থার দাবি, এক লিটার ডিস্ট্রিল ওয়াটার দিলে ১৫০ কিমি পর্যন্ত ছুটতে পারবে এই স্কুটি। এই স্কুটিতে দেওয়া বিশেষ প্রযুক্তি জলের অণুগুলিকে ভেঙে হাইড্রোজেন অণুকে আলাদা করে দেবে। আর সেই হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে চলবে ইঞ্জিন। কিছু কিছু ইলেকট্রিক স্কুটির মতো এই হাইড্রোজেন স্কুটি চালাতেও লাগবে না ড্রাইভিং লাইসেন্স।
এই নতুন প্রযুক্তির হাইড্রোজেন স্কুটির লুক দেওয়া হয়েছে দুর্দান্ত। বেশ কয়েকটি রঙের ভ্যারিয়েন্ট আনা হবে। এই স্কুটারে থাকবে অ্যালয় হুইল এবং ১২ ইঞ্চির টিউবলেস টায়ার। একটি আরামদায়ক হ্যান্ডলবার এবং ডিজিটার মিটারও দেওয়া হয়েছে। পাশাপাশি শক্তিশালী এলইডি হেডল্যাম্প এবং আকর্ষণীয় এলইডি টেলল্যাম্প থাকবে। জয় ই-বাইক সংস্থা সূত্রে এই নতুন হাইড্রোজেন স্কুটির দাম শুরু হতে পারে ৭০ হাজার টাকা থেকে।
Discussion about this post