আগামী ৪ঠা মে যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল এর ফাইনাল । দু দফার সেমিফাইনাল এর পর মোহনবাগান এবং মুম্বাই এফসি পরস্পরের মুখোমুখি হচ্ছে। এই ম্যাচের আয়োজন করছেন এফএসডিএল। মোহনবাগান জিতলে ত্রিমুকুট জয় করবে । এছাড়া আরও বেশ কয়েকটি রেকর্ডের সামনে মোহনবাগানের খেলোয়াড়রা।
আইএসএল ফাইনাল এখনো তিনদিন বাকি। এই প্রচন্ড গরমেও আই এস এল এর পারদ ক্রমেই চড়তে শুরু করেছে । শোনা যাচ্ছে, নীতা আম্বানি ,রণবীর কাপুর, অমিতাভ বচ্চন, অজয় দেবগন আসছেন ফাইনালে দেখার জন্য । চিত্র তারকারা আসছেন মুম্বাই দলকে সমর্থন করার জন্য । এফ এস ডি এল মোহনবাগান সমর্থকদের জন্য ৪০ হাজার টিকিট বরাদ্দ করেছেন। আই এফ এ র জন্য দশ হাজার টিকিট এবং মুম্বাই এফসি র জন্য 10 হাজার টিকিট বরাদ্দ করেছেন। যুবভারতীতে এর আগের সেমিফাইনালে শুধু মোহনবাগান দর্শকই ছিল ৬২০০০ এর বেশি। সেখানে ৪০ হাজার টিকিট দিলে টিকিটের তো যথেষ্ট চাহিদা থাকবেই । এছাড়া ফাইনালের জন্য টিকিটের দামও বেশি করা হয়েছে । যেহেতু মুম্বাই এফসি ১০ হাজার টিকিট নিচ্ছে কাজেই তাদেরও দর্শক মাঠে থাকবে আশা করা যায়। মোহনবাগান ফাইনালে জিতলে শুধু যে জিতবে তাই নয় অনেকগুলো ব্যক্তিগত রেকর্ড ওইদিন হওয়ার সম্ভাবনা রয়েছে ।
আইএসএলের সেরা কোচ হবার লড়াই এগিয়ে আছেন আন্তনিও লোপেজ হাবাস । তার কারণ ইতিমধ্যেই হাভাসের কোচিংয়ে মোহনবাগান আইএসএল শীল্ড জয় করেছে । গোল্ডেন বুট জেতার লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আছেন দিমিত্রি পেত্রাতোস । গোল করা এবং গোল করানো মিলিয়ে তিনি সবার থেকে এগিয়ে আছেন । বেস্ট ইমার্জিং প্লেয়ার হওয়ার লড়াইয়ে এগিয়ে আছেন মোহনবাগানের অভিষেক সূর্যবংশী । একজন জুনিয়র খেলার হিসেবে তিনি অনেক বড় দায়িত্ব সামলেছেন এ বছর মোহনবাগানে। এছাড়া জিসান কামিন্স সর্বোচ্চ গোলদাতা হতে পারেন । শ্রেষ্ঠ ভারতীয় খেলোয়াড় হিসেবে মানবির সিং এবং ছাংতের মধ্যে জোর লড়াই হবে। মনবীর এবং ছাংতে দুজনই খুব ভালো ফর্মে রয়েছে । এছাড়াও গোল্ডেন গ্লাভ এই লড়াইয়ে এগিয়ে আছেন মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ । আইএসএল ফাইনালে ভালো খেলার উপর অনেক ফুটবলারের ভবিষ্যৎ নির্ভর করছে । সবাই আগামী বছরের জন্য দল নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। কাজেই অনেক কিছু নির্ভর করবে শনিবারের ফাইনালের ওপর। শনিবারে যুবভারতী ক্রীড়াঙ্গনে দর্শকদের একটি বড় ভূমিকা থাকবে। দর্শকদের শব্দব্রহ্ম মোহনবাগানকে অনুপ্রাণিত করে কিনা তা বোঝা যাবে ম্যাচের পর । আইএসএল ফাইনালের পর শেষ হবে এ বছরের ফুটবল মরশুম ।
Discussion about this post