এক দিন পরে আইএসএল ফাইনাল যুবভারতী ক্রীড়াঙ্গনে । আই এস এল শীল্ড ফাইনাল এর মত আইএসএল কাপ ফাইনালেও মুখোমুখি মোহনবাগান এবং মুম্বাই এফ সি । গত বছর মোহনবাগান বেঙ্গালুরু আইএসএল ফাইনাল হয়েছিল গোয়াতে। সেই ম্যাচে মাঠের অর্ধেক দর্শকেও ভরেনি ।
কিছুদিন আগে উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ওড়িশা। কিছু স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে মাঠের সামনের অংশ ভরাতে হয়েছিল । অন্যদিকে তিনটে বড় ম্যাচ, প্রথমে শীল্ড ফাইনাল তারপর আইএসএল সেমিফাইনাল , এবার আইএসএল ফাইনাল । তিনবারই যুবভারতীতে মোহনবাগান খেলছে । আগের দু-বার 62 হাজারের বেশি দর্শক মাঠকে কানায় কানায় পূর্ণ করেছিল । বৃহস্পতিবার রাতে মোম্বাই থেকে FSDL-র এক কর্তা ফোন করে বলেছিলেন, “কলকাতা ছাড়া এই উন্মাদনা কোথায় আছে?” কলকাতায় ফুটবলের উন্মাদনা কি জিনিস তা দেখার জন্য শনিবার মাঠে আসছেন নিতা আম্বানিও। যা খবর পাওয়া গেছে চ্যাম্পিয়ন টিমের হাতে তিনি ট্রফি তুলে দেবেন । শোনা গিয়েছিল রানবীর কাপুর আলিয়া ভাটেরা একটা অনুষ্ঠান হতে পারে। তবে সেরকম কিছু হচ্ছে না । অনলাইনে টিকিট ‘সোল্ড আউট ‘।
জানা যাচ্ছে মুম্বাই সমর্থক দের জন্য নাকি দশ হাজার টিকিট রাখা আছে। মুম্বাই টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই টিকিটের দাবী জানানো হয়েছিল । বৃহস্পতিবার প্র্যাকটিসের পর দিমিত্রিকে নিয়ে যেভাবে সেলফির উন্মাদনা হলো তাতে মোহনবাগান চ্যাম্পিয়ন হলে পরে কি হবে তা সময়ই বলবে। মোহনবাগান কোচ আন্তনীয় হাবাস সেট পিসের ওপর গুরুত্ব দিয়েছেন পেনাল্টি শুট আউট ও প্র্যাকটিস করিয়েছেন । কালকের ম্যাচ যদি ট্রাইবেকারে গড়ায় তাহলে রাত আরও বাড়বে । দর্শকদের ফেরার জন্য ব্যবস্থা না করলে অনেকেরই অসুবিধা হবে । তবে মোহনবাগান ট্রফি পেলে হয়তো সব অসুবিধাই দূর হয়ে যাবে।
Discussion about this post