আগামী 2রা জুলাই থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ । এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমাকে যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। প্রায় সব দিছি তাদের বিশ্বকাপের ১৫ জনের দল ঘোষণা করেছে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা আইপিএলের পারফরমেন্সের উপর ঘোষণা করল তাদের দল । আইপিএল শেষ হওয়ার ছয় দিন পরেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ আমরা অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপে দল নিয়ে আলোচনা করব।
দক্ষিণ আফ্রিকার ১৫ জনের দল হলো কি রকম ইডেন মার্ক রাম (অধিনায়ক), কুইন্টন ডি কক , রেজা হেন্ড্রিক্স , হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার ,এনরিখ নকিয়ে ,রায়ান রিকেল্টন , ওটনিল বার্টম্যান, কাগিসো রাবাডা, মার্কো জানসেন , রেজাল্ট কোয়েৎজি, কেশব মহারাজ , তাবরেজ শামসি, বর্ণফট উইন, ট্রিস্টিয়ান স্টাবস । দক্ষিণ আফ্রিকার এই দলে আশীর্বাদ খেলোয়াড়ি এবার আইপিএলে অংশগ্রহণ করছে। আইপিএলে ১০ টি দলে তাদের বিভিন্ন খেলোয়াড় ছড়িয়ে রয়েছে। এদের মধ্যে মার্করাম , ক্লাসেন , স্টাবস আইপিএলে খুব ভালো ফর্মে রয়েছে । এছাড়া আইপিএলে বিভিন্ন দলে রয়েছেন ডি কক ডেভিড মিলার, নখিয়ে ,রাবাডা , কেশব মহারাজরা । বিশ্বকাপের আগে আইপিএল ই শেষ টুর্নামেন্ট ,সেজন্য প্রায় সব দেশ ই আইপিএলের পারফরম্যান্সের উপরই তাদের দল গঠন করেছে। এবার দেখে নেওয়া জাক অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল কেমন হলো ।
মিচেল মার্শ( অধিনায়ক) আস্টন আগার ,টিম ডেভিড , নাথান এলিস, ট্রাভিস হেড, প্যাট কামিংস, ,জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েলন ,ম্যাথু ওয়েট 4 ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা,জশ হ্যাজলউড, ক্যামরান গ্রিন, মিচেল স্টার্ক, মার্কাস স্টোয়ানিস । এদের মধ্যে ট্রাভিস হেড ,স্টোয়ানিস, ক্লাসেন , ম্যাথু ওয়েট আইপিএলে ভালো ফর্মে রয়েছে । এছাড়াও আইপিএলে খেলছে ডেভিড ওয়ার্নার, ম্যাক্সওয়েল ,স্টার্ক কামিংস, ক্যামেরা মিচেল মার্শ । প্রায় প্রত্যেকেই অভিজ্ঞ ক্রিকেটার এবং দীর্ঘদিন আন্তর্জাতিক ক্ষেত্রে সফল । তাই আইপিএল খেলে নিজেদের তৈরি করে নেওয়াটাই তাদের প্রধান উদ্দেশ্য । দুটি দেশেই দল গঠন করা হয়েছে আইপিএলের ফরমের দিকে নজর রেখে।
Discussion about this post