ভারতকে হারিয়ে একদিনের বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতাজয় করেছিল অস্ট্রেলিয়া কয়েক মাস আগে। অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপ জয়ের জন্য আই পি এল কে কৃতিত্ব দিলেন অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার । গত বিশ্বকাপে টানা ১০ টি ম্যাচে জিতে ফাইনাল উঠেছিল ভারত, কিন্তু অস্ট্রেলিয়া বিরুদ্ধে ফাইনালে হেরে যায় রোহিত শর্মারা। এই ম্যাচে ওয়ার্নার খুব বেশি রান করতে পারেনি কিন্তু অন্য ওপেনার ট্রাভিস হেড ১২০ বলে ১৩৭ রান করেন । ভারতের রান তাড়া করে সহজেই অস্ট্রেলিয়া ২৪১ রান তুলে জিতে নেয় বিশ্বকাপ । অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ জয় প্রসঙ্গে বলতে গিয়ে ডেভিড ওয়ার্নার জানান , আমরা আইপিএল খেলেছি। জানি ভারতের পিচ কেমন। আবহাওয়া পরিস্থিতি এই সবই আমাদের পরিচিত ছিল ।
লালমাটি হলে পিচ কেমন হবে , কালো মাটি হলে কেমন হবে আমরা সবই জানতাম। এগুলো আমাদের বিশ্বকাপ জিততে সাহায্য করেছে । এই ওপেনার টেস্ট এবং একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন । একদিনের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনাল হয়েছিল আহমেদাবাদে। এটাও অস্ট্রেলিয়ার পক্ষে গিয়েছিল বলে মনে করেন ওয়ার্নার । ওয়ার্নার বলেন আমাদের হারানোর কিছু ছিল না, ২০০৯ সাল থেকে আমরা আইপিএল খেলছি ।
ভারতের সব মাঠ আমাদের চেনা। আমেদাবাদের মাঠের বাউন্ডারী অস্ট্রেলিয়ার মতন। আমরা অস্ট্রেলিয়ানরা মেলবোর্নের মাঠকে মনে রেখেই আমাদের পরিকল্পনা ঠিক করেছিলাম। বল করার সময় আমরা ভারতকে দূরের বাউন্ডারিতে মারতে বাধ্য করেছিলাম । বুকের উচ্চতায় বল করেছিলাম। মেলবোর্নের মাঠ কে স্মরণ রেখে আমরা ব্যাট করার সময় ফাঁক খুঁজছিলাম । সেই কারণে আমরা সহজে দুই রান নিতে পারছিলাম। ওয়ার্নারের মতে অস্ট্রেলিয়া ক্রিকেটাররা পরিকল্পনা কাজে লাগাতে সফল হয়েছিল। তিনি বলেন আমাদের দল খুবই অভিজ্ঞ, যেভাবে খেলবো ঠিক করেছিলাম, ঠিক সেভাবে খেলতে পেরেছি। কারন আমরা উইকেটটা বুঝতে পেরেছিলাম ।
Discussion about this post