পাঞ্জাবের ধর্মশালায় প্রথমে ব্যাট করে চেন্নাই ১৬৭ রান করে এরপর এই অল্প রানের মধ্যেই অলআউট করে দেয় পাঞ্জাবকে। বোলাদের দাপটে ম্যাচ জিতে যায় মহেন্দ্র সিং ধোনিরা।
এবারের আইপিএলে শুরুর দিকে ব্যাটসম্যানদের যেভাবে দাপট দেখা গিয়েছিল, সেখানে বোলাররা শুধুই অংশগ্রহণকারী হয়ে দাঁড়িয়েছিল । আইপিএল যত এগোচ্ছে ততই বোলারদের দাপট বাড়ছে। পিচগুলি ক্রমে স্লো টার্নার হয়ে দাঁড়াচ্ছে এবং বোলাররা প্রধানত স্পিনাররা তাদের ভেলকি দেখাতে শুরু করেছে । ধর্মশালায় চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব দু দলের বোলারদের দাপটই দেখা গেল। উভয় দলের বোলাররাই খুব ভালো বল করলেন । চেন্নাই এই ম্যাচে বোলারদের দাপটেই পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতল । আগের মাঝে পাঞ্জাবের কাছে হারার বদলা নিল তারা, এই জয়ের ফলে ১২ পয়েন্ট হলো চেন্নাইয়ের। এবারের আইপিএলে ধর্মশালায় এটাই প্রথম ম্যাচ, আইপিএলের পয়েন্ট তালিকায় একলাফে তিন নম্বরে উঠে এলো মহেন্দ্র সিং ধোনিরা। টসে জিতের পাঞ্জাব ক্যাপ্টেন সাম কারেন চেন্নাইকে ব্যাট করতে পাঠায়। ওপেন করতে এসে আজিঙ্ক রাহানে মাত্র ৯ রান করে আউট হয়ে ফিরে যান আর্শদীপ সিং এর বলে । এরপর ডারেল মিচেল এবং ঋতুরাজ গায়কোয়ার জুটি বাঁধেন এবং পাওয়ার প্লে সুযোগ নিয়ে বড় শট খেলে ৫৭ রান যোগ করেন । এরপর রাহুল চাহার বল করতে এসেই পরপর দু বলে ঋতুরাজ এবং শিবম দুবে কে আউট করেন তিনি । ঋতুরাজ ২১ বলে ৩২ রান করে আউট হন কিন্তু শিবম দুবে প্রথম বলেই শূন্য রানে আউট হয়ে যান । ৩০ রান করে হর্ষল প্যাটেলের বলে আউট হয়ে যান ডারেল মিচেল। এরপর জুটি বাঁধেন মইন আলী ও রবীন্দ্র জাদেজা । যদিও রানের গতি খুব একটা বেশি ছিল না। মঈন আলি ১৭ রান করে আউট হয়ে যান। এরপর ওয়াশিংটন সুন্দর ব্যাট করতে এসে রান পাননি । ছয় উইকেট পড়ে যাওয়ার পর ধোনি ব্যাট করতে না এসে ব্যাট করতে নামে শার্দুল ঠাকুর । প্রথম দু বলে একটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি মারেন তিনি। কয়েকটি বড় শট খেলে ১৯ ওভারে চতুর্থ বলে আউট হন তিনি । এরপর ব্যাট করতে আসেন ধোনি। প্রথম বলেই তাকে বোল্ড আউট করেন হর্ষল প্যাটেল । বেশ কয়েকটি ভালো শট খেলে শেষ ওভারে আর্শদীপের বলে আউট হয় জাদেজা ৪৩ রান করে । চেন্নাই এর রানকে ১৬০ পার করেন তিনি । এরপর ব্যাট করতে নামম পাঞ্জাব । দ্বিতীয় ওভারেইতুষার দেশপান্ডে দুই বিদেশি জনি ব্রেয়াস্টো এবং রিলি রুসকে আউট করেন । চার নম্বরে নেমে শশাঙ্ক সিং এবং ওপেনার প্রভসিমরান পাল্টা আক্রমণের পথে যান । দুজনেই বড় শট খেলতে থাকেন । এরপর স্পিনাররা রাত বল করতে আসলে সমস্যা পড়ে যায় পাঞ্জাব। মিচেল স্যান্টনারকে ছয় মারতে গিয়ে ১৭ রানে আউট হন শশাঙ্ক । একই ভুল করেন সব প্রভসিমরান জাদেজার বলে ছক্কা মারতে গিয়ে তিনি ৩০ রান করে আউট হন । এরপর ব্যাট করতেছি একে একে ফিরে যান জিতেশ শর্মা ,কারেন এবং আশুতো শর্মা । ৬২ রানে দুইকেট থেকে ৭৮ রানে ৭ উইকেট হয়ে যায় পাঞ্জাবের । প্রথমবার খেলতে নামা সিমরনজিৎ সিং দুরন্ত গতিতে বল করে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেন । হরপ্রীত এবং রাহুল চেষ্টা করলে দলকে জেতাতে পারেনি শেষ পর্যন্ত নয় উইকেটে ১৩৯ রানে শেষ হয় পাঞ্জাবের ইনিংস। ৩৯ রানের ম্যাচ জিতে তিন নম্বরে চলে গেল চেন্নাই।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post