ক্রিকেটের নিয়মে যে কত বড় গলদ রয়েছে সেটা প্রমাণ হলো সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের ম্যাচের শেষ বলে প্রমাণ হল । যদিও সবকিছু ঠিকঠাক হওয়ায় কোন বিতর্কের সৃষ্টি হয়নি। কিন্তু আইপিএলের ডিআরএস প্রমাণ করলো আইসিসি নিয়মের মধ্যে কত বড় ফাঁক রয়েছে ।
সবকিছুই ঠিকঠাক ছিল তাই পুরোটা ভালোই কেটে গিয়েছে বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রাজ্যের ম্যাচটি । এই শেষ বলের পরিণতিটা যদি কোন রকম ভাবে এদিক ওদিক হতো তাহলে ক্রিকেটের নিয়মের বড় ফাঁকটা সামনে চলে আসতে পারতো। এই বিষয়ে যদি জোর একচোট বিতর্ক হতো তাতে কোন সন্দেহই নেই।। সেক্ষেত্রে ভুবনেশ্বর কুমারের ভালো বোলিং ছাপিয়ে আলোচনা কেন্দ্রবন্দী হয়ে উঠতো ওভারের শেষ বলের পরিণতির ক্ষেত্রে নিয়ম টির । বৃহস্পতিবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম ম্যাচটি ছিল। এই ম্যাচে এক লাইন হেরে গিয়েছে রাজস্থান । ভুবনেশ্বর কুমারের শেষ বলে রোভম্যান পাওয়েলর দুরান প্রয়োজন ছিল জেতার জন্য । ভুবনেশ্বরের বলটি ফুলটস ছিল এবং মিডল ও লেগ স্ট্যাম্পের দিকে যেতে থাকে । পায়েল শেষ বলে বড় শট মারার চেষ্টা করেন, কিন্তু বলটা তিনি সম্পূর্ণ ফস্কান । বল পাওয়েলের প্যাডে লাগে। জোড়ালো আবেদন করেন হায়দ্রাবাদের প্লেয়াররা । পায়েল দৌড়ে একা নেওয়ার চেষ্টা করার মধ্যেই আউট দিয়ে দেন অনফিল্ড আম্পায়ার অনিল চৌধুরী । সানরাইজার্সের এর খেলোয়াড়রা উচ্ছ্বাসে ফেটে পড়েন । এরই মধ্যে পায়েল দিয়ারেস্ট নেন তাতে দেখা যায় যে পরিষ্কার আউট ছিলেন রাজস্থানের এই খেলোয়াড় । এই নিয়মটি যদি দেখা যেত যে রোম্যান্ট আউট হাননি , তাহলেও ।ক্রিকেটের নিয়মের রাজস্থান জিততে পারত না। কারণ আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী অনফিল্ড আম্পায়ার যদি কোন বলে আউট দিয়ে দেন তাহলে তখন থেকে বলটা ‘ডেডবল ‘হিসেবে বিবেচনা করা হয়। সেই রকম অবস্থায় ব্যাটিং দল যদি কোন রান নেয় সেটা বৈধ রান হিসেবে ঘোষণা করা হবে না। অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত ডিআরএস এ পাল্টে যায় তাহলেও কোন রান যোগকরা হবে না বলে আইসিসি নিয়মে। জানানো হয়েছে। বৃহস্পতিবার পায়েলকে যে আউট দেন আনফিল্ড আম্পেয়ার সেটা যদি ডি আর এসএ পাল্টে যেত তাহলে কোন রান যুক্ত হতনা। এক রানে হেরে যেতে রাজস্থান ।
গ্রেগ চ্যাপলের সঙ্গে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক কিরকম তার নতুন করে বলার নয়। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমল থেকে দুপক্ষের সম্পর্ক যথেষ্ট...
Read more
Discussion about this post