ইডেনে কেকেআরের বিরুদ্ধে দিল্লির গুরুত্বপূর্ণ ম্যাচ। অভিষেককে আলাদা করে ডেকে নিয়ে গিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস এর ক্রিকেট ডিক্টেটর সৌরভ গঙ্গোপাধ্যায়। মিনিট দশেক ধরে তাকে বুঝিয়েছিলেন এই ম্যাচে অভিষেকের ভূমিকা কি হবে । কেকেআরের বিরুদ্ধে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল দিল্লি । মাত্র ৩৭ জনের মধ্যেই তিন উইকেট পড়ে গিয়েছিল দিল্লির। তিন নম্বরে ব্যাট করতে নেমেছিল বাঁ হাতি ব্যাটসম্যান অভিষেক পোড়েল । সৌরভ গঙ্গোপাধ্যায় তার ওপর বড় দায়িত্ব দিয়েছিলেন। একটি বিশাল ৬ মেরে দর্শকদের মনোরঞ্জন করেছেন। কিন্তু অতি উৎসাহে উইকেট থেকে সরে ছক্কা মারতে গিয়ে হর্ষিত রানার বলে বোল্ড হয়ে যান। তখন স্কোরবোর্ডে তার রান ১৮। সেদিন অনেকেরই ভরসা করেছিলেন তার ওপরে। নিজের ঘরের মাঠে , এত বড় একটা সুযোগ তার কাজে লাগানো উচিত ছিল। সেদিনের ম্যাচের পর অত্যন্ত হতাশ লাগছিল অভিষেককে।
সেই হতাশা থেকে নতুন ভাবে তাকে ফিরিয়ে নিয়ে আসলো মঙ্গলবারের ম্যাচ। মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ওপেন করতে নেমে মাত্র ৩৬ বলে ৬৫ রান করেন ইম্প্যাক্ট ক্রিকেটার অভিষেক। তার ব্যাটিং প্রশংসা করেছেন অনেকেই । দিল্লি সহকারি কোচ প্রবীণ আমরে বলেছেন, অভিষেক আমাদের জন্য স্পেশাল। তিনি আরও বলেন, নেটেই ওকে আমাদের ভালো লেগেছিল । ওখানেই বুঝতে পারি যে নতুন বলে ও ভালো ব্যাটটা করে। তাছাড়া ডেভিড ওয়ার্নার এখনও ১০০শতাংশ সুস্থ নয় তাই ওকেই উপরের দিকে নামানোর সুযোগ দেওয়া হয়। রাজস্থানের বিরুদ্ধে তো একটি বিশেষ ইনিংস খেললো। আমি আশা করি ও পরে, দলের জার্সিতে এমন অনেক সুন্দর ইনিংস উপহার দেবে। দিল্লি ক্যাপিটালস এর অধিনায়ক ঋষভ পন্থ বলেছেন, অভিষেক খুব ভালো ব্যাট করেছে।
ম্যাকগার্ক একদিক দিয়ে বোলারদের আক্রমণ করছিল বলে অভিষেক ছিল সংযত। এই পরিণতি বোধটাই চাই। এই অভিষেক কে বদলে দেওয়ার পেছনে যেমন ভূমিকা রয়েছে সৌরভ গাঙ্গুলীর তেমনি বাংলার কোচ লক্ষী রতন শুক্লার অবদানও কম নয়। লক্ষ্মী বলেন, ওর মধ্যে বড় শট মারার সাহস রয়েছে। সেটাকে আরো নিখুঁত করার জন্য অতিরিক্ত সময় দিতে হতো । উইকেট কিপিং এর জন্য আলাদা করে তৈরি করতে হয়েছে। উইকেটের পেছনে দাঁড়ালেও সফল হবে। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে লক্ষ্মী অভিষেককে দিয়ে ওপেন করিয়ে সফল হয়েছিলেন। আইপিএলে সেই কাজটা করছে দিল্লি সৌরভ ও । আইপিএলে বাংলার ক্রিকেটের অভাব সবার চোখে পড়েছে সেক্ষেত্রে অভিষেক উজ্জ্বল নাম অবশ্যই। চন্দননগরের এই ক্রিকেটার আগামী দিনে বাংলার জন্য অনেক সম্মান আনবেন আশা করা যায়।
Discussion about this post