মুম্বাই সিটি এফসির ভারতীয় মিডফিল্ডার আপুইয়াকে বড় অংকের প্রস্তাব দিল ইস্ট বেঙ্গল। সূত্রের খবর রবিবার এই অফার দিয়েছে ইস্টবেঙ্গল। প্রাথমিকভাবে এই ফুটবলারকে মোহনবাগান সুপার জায়েন্ট নিতে উৎসাহী হলেও প্লেইং টাইম বেশি চাওয়ায় আপুইয়াকে নিয়ে খুব বেশি কথা এগোয়নি মোহনবাগানের । মোহনবাগান দলের অভিষেক সূর্যবংশী , দীপক টাঙ্গরী রয়েছেন । গ্লেন মার্টিনস চলে গেলেও সমস্যা হবে না। তবুও পরের মরশুমে অনেক ম্যাচ খেলতে হবে তাই এই জায়গায় আরো শক্তিশালী করতে চেয়েছিলেন হাবাস। তবে দুই তারকার মাঝে আপুয়ার মত তরুণ ফুটবলারকে বসেই থাকতে হত আর সেটাই চাইছিলেন না আপুইয়া। এই কারণে মোহনবাগান আগেই বাদ হয়ে যায়। প্রস্তাব দিয়েছিল মুম্বাই সিটি এফসিও। তবে রবিবার রেকর্ড অংকের প্রস্তাব দেওয়ায় অনেকটাই এগিয়ে গেল লাল হলুদ। ইস্ট বেঙ্গল কর্তাদের সামনেও একই প্রশ্ন ছুড়ে দিয়েছেন অপুইয়া। লাল হলুদ কর্তারা আপুইয়াকে বোঝাতে পেরেছেন যে,লাল হলুদে সই করলে তিনি আরও বেশি প্লেয়িং টাইম পাবেন ফলে ডিলটা অনেকটাই ইস্টবেঙ্গলের দিকে ঝুঁকেপড়লো তা বলা যায়। নর্থ ইস্ট ইউনাইটেড হয়ে আপুইয়ার আইএসএল এ অভিষেক হয় । সেখান থেকে মুম্বাই সিটি এফসিতে আসেন তিনি। এরই মধ্যে তিনি ভারতীয় দলের স্থান করে নিয়েছেন ১৩ টি ম্যাচ খেলেছে ইগর স্টিমাচের কোচিংএ। সেন্ট্রাল মিডফিল্ডার ছাড়াও এটাকিং মিডফিল্ড, ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারেন তিনি। ফলে এতে দারুন সুবিধা হবে লাল হলুদ ক্লাবের
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post