আজ সোমবার গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে ম্যাচ কলকাতার নাইট রাইডার্সের ।এবার লীগের প্রথম টিম হিসেবে প্লে অফে যাওয়ার পরে এই ম্যাচ খেলতে হচ্ছে বলে কোনরকম আত্মতুষ্টি নেই নাইট শিবিরে , বরং ১২ ম্যাচে ১৮ পয়েন্টে নিয়ে এখন এক নম্বরে কেকেআর ।আজ জিতলে পয়েন্ট হবে ২০। আজ জিতলে চলতি আইপিএলে প্রথম দুই য়ে থাকা নিশ্চিত করবে কেকেআর ।তাতে একদিকে যেমন ফাইনালে ওঠার পথ সহজ হবে তেমনি সেই ম্যাচ হেরে গেলে বাকি একটা ম্যাচ এলিমিনটর হিসাবে খেলার সুযোগ থাকবে। তাই আত্মতুষ্টির কোন জায়গা নেই। শনিবার রাতে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানো প্লে-অফে ওঠার পাশাপাশি অন্য আবেদনও ছিল শ্রেয়াস আইয়ার সুনীল নারিনদের মধ্যে।
শনিবার ইডেনে এ বছর আইপিএলের শেষ ম্যাচ খেললো কেকেআর ।শাহরুখ খান মাঠে ছিলেন না । তবে ম্যাচ শেষে গোটা টিম মাঠ ঘুরে ভিকট্রি ল্যাপ দেয় । প্রায় রাত বারোটার সময়ও গ্যালারি ফাঁকা হয়ে যায়নি। আন্দ্রে রাসেল থেকে রিঙ্কু সিং ,মিচেল স্টার্ক থেকে ফিল সল্ট মুগ্ধ ইডেনের দর্শকদের নিয়ে। সেই আবেগের ইতি টেনে নতুন চ্যালেঞ্জ শুরু । গুজরাটের প্লে অফে যাওয়ার সম্ভাবনা কার্যতো শেষ ।১২ ম্যাচে তার তাদের পয়েন্ট ১০ । আগের ম্যাচ যেভাবে শুভমান আর সুদর্শন সেঞ্চুরি করে চেন্নাইকে উড়িয়ে দিয়েছিল তা ভাবনায় রাখতে পারে গৌতম গম্ভীর,চন্দ্রকান্ত পন্ডিত জুটিকে। সাফল্যের মধ্যে নাইট দের স্বস্তি বাড়িয়েছে চোটের পর দুরন্তভাবে নীতিশ রানার ফিরে আসা। মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচের পরে তার মুখে টিমের কথা ।চোটের সময় টিম ম্যানেজমেন্ট যেভাবে তার পাশে থেকেছে তাতে কৃতজ্ঞ নীতিশ । কোন একজন নয় গোটা টিম এক হয়ে খেলাই নাইটদের সাফল্যের মন্ত্র বলে তুলে ধরেছেন তিনি ।বলেছেন, আমরা একসঙ্গে যেমন ম্যাচ জিতেছি , হারলেও অন্যের পাশে থেকেছি। আমার মনে হয় শেষ দু বছর এটা ছিল না। শনিবার আউট হওয়ার পরে ড্রেসিং রুমে ঢুকে সল্ট প্রবল হতাশা দেখিয়েছিলেন। তার মতে এটা টিমের প্রতি অগাধ ভালোবাসা থেকে আসে ।সোজা কথায় এই কেকেআর অনেক পাল্টে গেছে।
Discussion about this post