রবিবার কলকাতা নাইট রাইডার্স আইপিএল লিগ তালিকায় এক নম্বরে উঠে এসেছে । রাজস্থান রয়েলসের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স দুজনেই ১৬ পয়েন্টে দাঁড়িয়ে আছে। ১১ টি ম্যাচ খেলে কলকাতা নাইট রাইডার্স রানরেট ভালো থাকায় রাজস্থানের থেকে এক ধাপ উপরে রয়েছে। অপরদিকে, দশটি ম্যাচ খেলে রাজস্থানের পয়েন্টস হল ১৬, আজ যদি তারা দিল্লিকে হারাতে পারে তাহলে পুরনো জায়গায় আবার ফিরে আসবে তারা । দিল্লির অরুন জেটলি স্টেডিয়াম ব্যাটসম্যানদের অনেক সুবিধা করে দেয়। এই স্টেডিয়াম কে বোলারদের বধ্যভূমি বলা যায় । এখনও পর্যন্ত তিনটি ম্যাচ হয়েছে এই স্টেডিয়ামে। প্রথম ইনিংসের রানের গড় ২৪৯ যা অন্য কোন মাঠের থেকে বেশি । আগে বেট করলে যে কোন দলই চেষ্টা করবে বড় রানের পাহাড় গড়ে তুলতে । এই ব্যাপারে একটু এগিয়ে রয়েছে রাজস্থান রয়্যালস। জশ বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসাং রিয়ান পরাগদের মতো ব্যাটসম্যান রয়েছে রাজস্থান দলে। তবে দিল্লির আশার কথা এই যে দিল্লী শেষ দুটি ম্যাচ জিতেছে ঘরের মাঠে । জ্যাক ফ্রেজার ম্যাকগর্গ সেই দুটি ম্যাচে জয়ের নায়ক । অস্ট্রেলিয়ান এই মারকুটে ব্যাটসম্যান অন্যতম ভরসা দিল্লি দলের । শেষ তিনটি ম্যাচ জিততে পারলে মূল পর্বে যাওয়ার একটা আশা থেকে যাচ্ছে দিল্লির । এই অবস্থায় রাজস্থানের সাথে ম্যাচ খেলতে নামছে ঋষভ পন্থের দিল্লি । ১১ মার্চে ১০ পয়েন্ট পাওয়া দিল্লির কোচ পন্টিংয়ের গলায় আত্মবিশ্বাসী সুর ।
সোমবার সাংবাদিক সম্মেলনে বলেন, “জানি রাজস্থান শক্তিশালী প্রতিপক্ষ কিন্তু আমরাও তৈরি ,আমরা যদি চল্লিশ ওভার ভালো খেলি তাহলে আমাদের হারানো সহজ হবে না। তাঁর ধারণা পিচ মন্তর হবে এবং হায়দ্রাবাদ ম্যাচের পিচটা ব্যবহার করা হচ্ছে। বিশ্বকাপের আগে সব খেলোয়াড়ই ফর্মে ফিরতে মরিয়া । যেসব খেলোয়াড়রা বিশ্বকাপ দলে স্থান পেয়েছেন সঞ্জু স্যামসাং ঋষভ পন্হ,যশস্বী জয়সওয়াল ,যশ বাটলার , যজুবেন্দ্র চাহাল সহ বিভিন্ন দেশের খেলোয়াড়রা, তারা প্রত্যেকেই চাইবেন বিশ্বকাপের আগে শেষ কটি ম্যাচে ভালো খেলে নিজেদের ফর্ম ধরে রেখে আত্মবিশ্বাসী হয়ে বিশ্বকাপ খেলতে।
Discussion about this post