২০১২ সালে শেষবার কেকেআর মুম্বাই মাঠে হারিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে। তারপর এক যুগ কেটে গেলেও ওয়াং খেড়েরের মাঠে আর জয়ের স্বাদ পায়নি শাহরুখ খানের কেকেআর । দু’নম্বর থাকা কেকেআরের সাথে ৯ নম্বরে থাকা মুম্বাইয়ের ম্যাচে আজ কি হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল ঘোষণা হয়ে গেছে। মুম্বাই থেকে চারজন ভারতীয় দলের স্থান পেয়েছেন, তবে বিশ্বকাপে খেলছেন কেকেআরের মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে । অস্ট্রেলিয়ার পেসারের উপরেই ভরসা রাখতে চাইছে আজকে কেকেআর । পারফরম্যান্স একেবারেই ভালো না হওয়া সত্ত্বেও আজ টিমে থাকছেন মিচেল স্টার্ক। আজ হয়তো মাঠে উপস্থিত থাকবেন কেকেআর মালিক শাহরুখ খান যার কাছে মুম্বাই মাঠ মানেই বিভীষিকা । নিরাপত্তা কর্মীদের সাথে গন্ডগোল হওয়ায় পাঁচ বছর তিনি নির্বাসিত ছিলেন ওয়াং খেড়ে স্টেডিয়াম থেকে । বেশ কয়েক বছর আগে নির্বাসন উঠে গেছে। আজ হয়তো মাঠে থাকতে পারেন শাহরুখ খান । আজ কে কে আর জিতলে প্লে অফের রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে নাইটদের।
অন্যদিকে এই ম্যাচ হারলে এবারের মত আই পি এলের স্বপ্ন কার্যত শেষ করতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। শেষবার ২০১২ সালে সুনীল নারিন ১৫ রানে চার উইকেট নিয়ে ম্যাচ জিতেছিল কেকেআর কে । এবারও তিনি শাহরুখ এন্ড কোম্পানির অন্যতম সেরা ম্যাচ উইনার। রোহিত শর্মা বিরুদ্ধে সফল এই ক্যারিবিয়ান স্পিনার। টি-টোয়েন্টি ক্রিকেটে মোট নবাব রোহিত শর্মাকে আউট করেছেন নারিন।। এবারের আইপিএলে শেষ নবারের মধ্যে পাঁচ বার বাঁ হাতি পেস বোলারের বলে আউট হয়েছেন রোহিত। যদিও ওয়াং খেড়ের মাঠ রোহিতের অত্যন্ত প্রিয় মাঠ। এই মাঠে অনেক বড় রান রয়েছে তার। চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে একমাত্র সেঞ্চুরিটিও তিনি করেছেন এই মাঠে । অফ ফর্মে থাকা হার্দিক পান্ডিয়া ,ভারতীয় দলের স্থান পাওয়া সূর্য কুমার যাদব তাদের ফর্ম ফিরে পায় কিনা বিশ্বকাপের আগে সে দিকে লক্ষ্য থাকবে সবার । মুম্বাইয়ের বড় ভরসা তাদের বোলার জশপ্রীত বুমেরা । মুম্বাই ব্যাটসম্যানদের মধ্য কিছুটা ভালো ফর্মে রয়েছেন তিলক বর্মা । কেকেআরের রিঙ্কু সিং , শ্রেয়াস আইয়ার এবং বেঙ্কটেস আইআর তিনজনেই ভারতীয় দলে খেলেছেন এক সময়। বিশ্বকাপ টি২০ দলে কেউ স্থান পাননি এবার। আজ তাঁরা জ্বলে উঠবেন কিনা বোঝা যাবে ম্যাচের সময় ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post