গৌতম গম্ভীর কেকেআরএ ফিরে আসার পর দলে অনেক পরিবর্তন হয়েছে সেটা দলের পয়েন্ট তালিকায় স্থান দেখলেই বোঝা যায়। তিনি যে সব সময় সকলকে আগলে রাখবেন সকলের সঙ্গে থাকবেন এটাই স্বাভাবিক। কিন্তু তাকে দলের সঙ্গে না দেখতে পেলে অনেকের অনেক রকম ধারণা তৈরী হয়। মনে করা হয় তাহলে কি দলের সঙ্গে মনমালিন্য বা দূরত্ব তৈরী হল। লখনউ থেকে একই বিমানে কলকাতা না ফেরায় অনেকেরই এমন ধারনা তৈরী হয়েছিল, যদিও আসল ঘটনা তা নয়। যদিও লখনউ থেকে কলকাতায় ফেরাটা সুখকর হয়নি গম্ভীরের দলের। কালবৈশাখীর কারণে সোমবার তাদের বিমান ঘুরিয়ে দেওয়া হয় গুয়াহাটিতে। আবার সেখান থেকে রওনা দেওয়ার পরেও তারা কলকাতায় নামতে না পেরে চলে যায় বারাণসীতে। অবশেষে মঙ্গলবার শহরে ফিরেছে কেকেআর। কিন্তু দলের সঙ্গে আসেননি গৌতম গম্ভীর।সবার মনে প্রশ্ন কেন, এবং কোথায় গেলেন তিনি?
আগেই লখনউ ম্যাচ জিতে কলকাতা আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে চলে গিয়েছিল। আর মঙ্গলবার রাজস্থান হারায় কলকাতা শীর্ষেই থেকে গিয়েছে। কিন্তু ক্রিকেটার বা বাকি কোচেদের মতো দুর্যোগের সমস্যায় পড়তে হয়নি গম্ভীরকে। কারণ তিনি দলের সঙ্গে লখনউ থেকে কলকাতায় ফেরার বিমানে ছিলেনই না।
কেকেআরের মেন্টর ফিরে গিয়েছেন দিল্লিতে। একটানা ম্যাচ খেলার ফাঁকে যে অল্প দিনের ছুটি পাওয়া গিয়েছে, সেটাই কাজে লাগাচ্ছেন শ্রেয়সদের মেন্টর। তিনি বাড়ি ফিরে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিচ্ছেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন গম্ভীর, যেখানে দেখা য়াচ্ছে তাঁকে ছুটি উপভোগ করতে।
: সুর নরম করে হাইব্রিড মডেলের টুর্নামেন্টে আয়োজনের রাজি হয়েছে পাকিস্তান। তবে পাক বোর্ডের এমন' নতিস্বীকারে' খুব একটা খুশি নয়...
Read more
Discussion about this post