যারা ক্রিকেটে নবাগত তারা অবশ্যই আইপিএলের জন্য অপেক্ষা করে থাকেন। কারণ এই এখটি খেলা তার প্রতিভাকে শুধু মাত্র দর্শকদের কাছ নয়, টিম নির্বাচন কমিটির কাছেও পৌঁছে দেয়। স্বাভাবিক ভাবেই সব তরুন ক্রিকেটারই চাইবে যে তার প্রতিভা সবার নজরে আসুক। কিন্তু যদি কোন খেলোয়াড় নিজেকে প্রমান করার জন্য উন্মুখ হয়ে আছেন অথচ তিনি সুযোগ পাচ্ছেন না খেলার। তবে সেটা তার জন্য খুবই দুর্ভাগ্যজনক। আর এই অবস্থায় খেলার প্রতি ভালোবাসা এবং ফোকাস ধরে রাখাটাই একটা একটা চ্যালেঞ্জ।এমনই চ্যালেঞ্জের মুখে পড়েছেন মিচেল স্যান্টলার। তিনি
আইপিএলে গত ৬ বছর ধরে চেন্নাই সুপার কিংসের অংশ অথচ খেলার সুযোগ পেয়েছেন মাত্র ১৬টি ম্যাচে। অনেকেই যেখানে ধারাবাহিক ভাবে খেলার সুযোগ পাচ্ছেন না বিভিন্ন কারণে সেখানে তাঁকে রিজার্ভ বেঞ্চেই বসে থাকতে হচ্ছে। অবশেষে নিজের হতাশার কথা প্রকাশ্যে আনলেন মিচেল স্যান্টনার।
Lights Camera REACTION!🎬
Watch the Kiwi reacting to the fans’ memes!🥳
Full video out now
🔗 – https://t.co/XZtHgG9qBO #WhistlePodu #MemeWatch pic.twitter.com/HRs2Vz6znD— Chennai Super Kings (@ChennaiIPL) May 7, 2024
২০১৮-র নিলামে তাঁকে ৫০ লক্ষ টাকায় তাকে কেনে চেন্নাই। ঐ বছর খেলার সুযোগই পাননি। পরের বছর রাজস্থান ম্যাচে অভিষেক হয় তাঁর। এখনও পর্যন্ত ১৬টি ম্যাচ খেলেছেন এবং ঐ ১৬টি ম্যাচে ৬৭ রান করে নিয়েছেন ১৪টি উইকেট। আইপিএলের নিরিখে দেখলে ইকনমি রেট অনেকের থেকে ভালো।
চেন্নাইয়ের ওয়েবসাইটে স্যান্টনার বলেছেন, “একটানা খেলার সুযোগ পাই না কখনও। সেটা মেনে নেওয়া আমার কাছে একটা চ্যালেঞ্জ। তবে না খেলতে পারলেও ফোকাস নড়ে গেলে চলবে না। বাকিদের সাহায্য করার জন্য আমি সব সময়েই তৈরি। সেটা অনুশীলনেই হোক বা ম্যাচের মাঝে। অনেকের সঙ্গে কথা বলি।”এ বার মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন স্যান্টনার। পঞ্জাবের বিরুদ্ধে ৫ মে-র ম্যাচে খেলেছেন। সেই প্রসঙ্গে বলেছেন, “সুযোগ পেলে কোনও ভাবেই যাতে তা হাতছাড়া না করি, সেই চেষ্টা করি বরাবর। সব সময় সুযোগের অপেক্ষায় থাকি। কারণ এটা লম্বা প্রতিযোগিতা। তাই দুটো ম্যাচ পেলে সেটাতেই নিজের সেরা দেওয়ার চেষ্টা করি।” এখনও তিনি আশায় আছেন দলের হয়ে কিছু করার।
Discussion about this post