শ্যেন ওয়ার্নের পর আন্ড্রু সাইমান্ডের মৃত্যু কোনও মতেই মেনে নিতে পারছে না বিশ্ব ক্রিকেটপ্রেমীরা । এবারের আইপিএলে রবিবার ম্যাচে সাইমন্ডসকে শ্রদ্ধা জানাতে কালো ব্যাচ পরে নামলেন ক্রিকেটাররা। চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটান্সের ম্যাচে শ্রদ্ধা জানানো হলো সাইমন্ডকে । চেন্নাই সুপার কিংস এর ক্রিকেটাররা কালো ব্যাচ করে মাঠে নামেন । একটা সময় আইপিএলে প্রতিনিধিত্ব করেছেন এন্ড্রু সাইমন্ড । চেন্নাই সুপার কিংস তাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইডেও সাইমন্ডসক শ্রদ্ধা জানিয়েছে। আইপিএলের নিউজ টুইটার হ্যানডেলে চেন্নাই ম্যাচের একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করা হয়। সেখানে দেখানো হয়েছে জয়েন্ট স্ক্রিনে ফুটে উঠছে, সাইমন্ডের মুখ। এন্ড্রু সাইমন্ডস অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টি টেস্ট ১৯৮ ওয়ানডে এবং ১৪ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন । টেস্ট তার রান ১৪৬২ ওয়ানডে ক্রিকেটে ৫০৮৮ এবং টি-টোয়েন্টিতে ৩৩৭ । তিন ফরমেটে মিলিয়ে তিনি ১৬৫ টি উইকেট নিয়েছেন । মাঙ্কিগেট বিতর্কে ভুলে সাইমন্ডকে নিয়ে টুইটার করেন হরভজন সিং।
তিনি জানান সাইমন্ডসের মৃত্যুতে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি । বড় তাড়াতাড়ি চলে গেল আমার এক বন্ধু। ওর আত্মীয় পরিজনের প্রতি আমার সমবেদনা রইল। এই হারভজন সিং এর সঙ্গেই বিতর্কে জড়িয়ে ছিলেন অ্যান্ড্রু সাইমন্ড । পরে অবশ্য মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে হরভজন রে সিং এবং সাইমন্ডকে একসাথে খেলতে দেখা যায়।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post