হাজার হাজার ওভার বাউন্ডারির প্রদর্শনী আইপিএলে। এ বছর আইপিএলে সাতানব্বইটি ম্যাচে মোট ওভার বাউন্ডারির সংখ্যা ১০১৫ টি । শেষ তিন বছর আইপিএলে দুটো টিম বেড়ে এখন খেলা দশটি দলের মধ্যে, অর্থাৎ ম্যাচের সংখ্যা বের হয়েছে চুয়াত্তর ।তবে ২০২৩-২০২৪ সালের তুলনায় ২০২৪ সালের ১৭ তম আই পি এলে এক নতুন বিপ্লব ঘটে গেছে ওভার বাউন্ডারির । গড়ে প্রতি ম্যাচে ১৮ টা করে ছক্কা হচ্ছে । প্রতি ১৩ বলে হচ্ছে একটি করে ওভার বাউন্ডারি যা আইপিএলে অতীতে কোনদিনও হয়নি।
এবারের আইপিএলে ছক্কা হাঁকানোর সব রেকর্ড ভেঙে দিয়েছে হায়দ্রাবাদ। এ পর্যন্ত আইপিএলে হায়দ্রাবাদ ছক্কা মেরেছে ১৪৬টি। কি রেকর্ড এতদিন ছিল চেন্নাইয়ের দখলে ২০১৮ সালে তারা মেরেছিল ১৪৫ টি ছক্কা। তারপর আছে কলকাতা ২০১৯ সালে তারা ১৪৩ টা ছক্কা মেরেছিল ২০১৬ সালে বেঙ্গালুরু ১৪২ টা ছক্কা মেরেছিল মুম্বাই ২০২৩ সালে ১৪০ টা ছক্কা মেরেছিল মজার কথা হলো আইপিএলে কখনো ১০০ ছক্কা মারতে পারেনি হায়দ্রাবাদ। ২০২২ সালে এক হাজার ছক্কা হয়েছিল ৭০ ম্যাচে ১৬২৬৯ বলে। ২০২৩ সালের ৬৭ ম্যাচে ১৫৩১৯ বলে হয়েছিল এক হাজার ছয়। ১৩ হাজার ৭৯ বলে এক হাজার ওভার বাউন্ডারি মেরেছেন ব্যাটাররা ।
এবছর অর্থাৎ ২০২৪ সালে মোট রানের ৩০.৪৮শতা ্শ এসেছে ছক্কা থেকে । প্রতি ম্যাচে গড়ে হয়েছে ১৭.৮১ ছক্কা। যা অতীতে কখনো হয়নি । এবারের আইপিএলের আগে পুরুষদের কোন টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল ৩৭ । ২০১৮ সালের আফগানিস্তান প্রিমিয়ার লিগ এবং ২০১৯ সালে সিপিএলে ঘটেছিল এই ওভার বাউন্ডারির রেকর্ড ।২৭ মার্চ উপ্পলে হায়দ্রাবাদ বনাম মুম্বাই ম্যাচে সেই রেকর্ড ভেঙে গেল ৩৮। কয়েকদিন পরে চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরু হায়দ্রাবাদ ষ্টঞ ম্যাচ ইউ মোটকা সংখা ছিল ৩৮ । অবশেষে ইডেনে সেই রেকর্ড ভেঙে গেল কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচে ছক্কা হলো মোট ৪২ টি ।
: সুর নরম করে হাইব্রিড মডেলের টুর্নামেন্টে আয়োজনের রাজি হয়েছে পাকিস্তান। তবে পাক বোর্ডের এমন' নতিস্বীকারে' খুব একটা খুশি নয়...
Read more
Discussion about this post