আইপিএলের আচরণ বিধি লংঘন করে করে এক ম্যাচের জন্য সাসপেন্ড হলেন কেকেআরের বোলার হর্ষিত রানা । এই মরসুমে কেকেআরের জোরে বোলা সি দুবার আদর্শ আচরণ বিধি ভঙ্গের আওতায় পড়লেন প্রথমবার তাকে আর্থিক জরিমানা করা হয়েছিল কিন্তু একই কাজ পুনরায় করার জন্য এবার তার ম্যাচ ফি র 100 শতাংশ কেটে নেওয়া হয়েছে। Details ইডেন গার্ডেন্সে ২৯ এপ্রিল দিল্লি বিরুদ্ধে কেকে আর জয় পেয়েছে । ওই ম্যাচে হটসিপ রানা আবার আইপিএলের আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছেন ।
এবারের আইপিএ মোট সময় তিনিই প্রথম খেলোয়ার যিনি নির্দিষ্ট আচরণ করে শাস্তি র মুখে পড়লেন। ২৯শেএপ্রিল খেলার সময় দিল্লি ক্যাপিটালসের অভিষেক পোড়ে লগেছে উইকেট নেয়ার পর অঙ্গভঙ্গি করেন যা আইপিএলের আচরণবিধি লঙ্ঘন এর মধ্যে পড়ে। ইডেনে সোমবার দুর্দান্ত খেলছিলেন হর্ষিত। কিন্তু সপ্তম ওভারে অভিষেক পোড়েলের উইকেট নেওয়ার পর তিনি অঙ্গভঙ্গি করেন । এর আগে 23 শে মার্চ ইডেনিং সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলার সময় পড়সি নের প্রথমবারের জন্য আদর্শ আচরণ বিধি লংঘন করেন। মায়াং আগারওয়াল কে আউট করার পর তিনি ফ্লাইং কিস দেন, সেই কারণে থেকে আর্থিক জরিমানা করা হয়েছিল। কিন্তু তাতে যে হর্ষিতের আচরণের কোন পরিবর্তন হয়নি তা আবার প্রমাণিত হলো এ কারণেই কেকেআরের এই পেসারকে আবার শাস্তির মুখে পড়তে হচ্ছে ।
তবে হর্ষিতের বিরুদ্ধে বিসিসিআই কঠোর হলেও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মহাকা বিরাট কোহলি কিন্তু বারবার ছাড় পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হচ্ছে। বিরাট কোহলি অনেক খেলোয়াড়ের সঙ্গে অভব্যতা করেছেন কখনো কখনো বিপক্ষের আউট হইয়া খেলোয়াড়কে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেছেন । আবার কখনো কখনো গালিগালাজ করেছেন। ইডেনে আম্পায়ার দেশ সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে করতে দেখা যায় তা কে । এ পর্যন্ত একবারও সাজা পানি এই ভারতীয় ক্রিকেটের মহাতারকা । আইপিএল ভারতীয় লীগ হলেও এই লীগে পৃথিবীর সব দেশের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়রা অংশগ্রহণ করেন ।
এছাড়া বিদেশের ক্রিকেট বিশেষজ্ঞরা এবং প্রাক্তন খেলোয়াড়ও আইপিএলের দিকে নজর রাখেন। এই কারণে আইপিএলের মত বিসিসিআইয়ের আন্তর্জাতিক টুর্নামেন্টের সঙ্গে ভারতের মান সম্মান সম্পূর্ণরূপে জুড়ে গিয়েছে। সেই কারণেই বিসিসিআই আইপিএল কমিটি ক্রীড়াজগতের সঙ্গে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ আইপিএলে ধরে রাখতে বদ্ধপরিকর । সেজন্যই চালু করা হয়েছে আইপিএলের আদর্শ আচরণ বিধি।।
স্পোর্টস ব্যুরো
Discussion about this post