ইডেনে সর্বোচ্চ রান তাড়া করে বিশ্ব রেকর্ড করা পাঞ্জাবের বিরুদ্ধে আজ মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস । নয় ম্যাচে দশ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই। অন্যদিকে নয় ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে পাঞ্জাবের অবস্থান বেশ নিচের দিকে ।
আজ পাঞ্জাবের মুখে হওয়ার আগে যে প্রশ্নটা বারবার ঘুরে ঘুরে আসছি তা হল কেন ঋতুরাজ গাইকোয়ার কে ভারতীয় দলে নেওয়া হলো না ? আইপিএলে যে ম্যাচই হোক না কেন পারফরম্যান্সের সঙ্গে জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রসঙ্গ চলে আসছে । চলতি আইপিএলের শুরুর দিকে সেরকম রান পাচ্ছিলেন না ঋতুরাজ, কিন্তু শেষ দুটো ম্যাচে দুটো ম্যাচে চেনা ছন্দে ফিরে এসেছেন চেন্নাই অধিনায়ক।। ১০৮ ও ৯৮ রান করেছে তিনি । ইতিমধ্যেই ৪৪৭ রান করে ফেলেছেন তিনি এই আইপিএলে। চেন্নাই ভক্তরা মনে করেন ঋতুরাজের দলে স্থান পাওয়া উচিত ছিল। আজ চেন্নাই টিমের সবচেয়ে বেশি নজর থাকবে শিবম দুবের ওপর । ভারতের প্রাথমিক পনেরো জনে নাম রয়েছে তার । সেই সঙ্গে আজ এক নতুনের রেকর্ডের সামনে দাঁড়িয়ে শিবম। আজ একটি ছক্কা মারলেই আইপিএলে ১০০টি ওভার বাউন্ডারি হয়ে যাবে তার । অন্যদিকে আর তিনটি ওভার বাউন্ডারি মারলেই আইপিএলে ২৫০ টি ছক্কা মারার নজির গড়বেন মাহিন্দ্র সিং ধোনি। বিশ্বকাপের সুযোগ না পেলেও কিন্তু ঋতুরাজের সামনে সুযোগ আছে চেন্নাই সুপার কিংসকে প্লে অফে নিয়ে যাওয়ার । সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে বুধবার পাঞ্জাবকে হারাতেই হবে চেন্নাই এর । তবে চেন্নাই এর ঘরের মাঠে বড় রান হওয়া সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন থাকবে। আইপিএলে বড় রানের ম্যাচের মধ্যে ব্যতিক্রম সোম ও মঙ্গলবারের ম্যাচ । দুটি ম্যাচেইখুব কম রান হয়েছে । এই মরসুমের শিবম দুবের রান ৩৫০এবং তার স্ট্রাইব রেট ১৭২.৪১ । অপরদিকে শেষ ম্যাচে লক্ষনৌর কাছে পরাজিত হলেও পাঞ্জাব কিংস ইলেভেন কিন্তু ইডেনের মাঠে রেকর্ড রান চেজ করে জিতেছে । পাঞ্জাবের ব্যাটসম্যান রা বেশ ভালো ফর্মে রয়েছে । পাঞ্জাব সুপার কিংস থেকে অর্শদীপ সিং ভারতীয় দলের সুযোগ পেয়েছেন। তার উপরেও নজর থাকবে সবার
Discussion about this post