রোহিতের সঙ্গে যা হয়েছে তা কেবল রোহিতের সঙ্গেই প্রথম হয়েছে হয়েছে এমন নয়। এর আগেও এই ধরণের বহু নজির আছে যেখানে নিজের হাতে গড়া প্রতিষ্ঠান, যাকে শুন্য থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পর, সেই প্রতিষ্ঠান থেকেই তাকে বিদায় নিতে হয়েছে। তাদেরকে আবার নতুন উদ্যোমে ঘুরে দাঁড়াতে হয়েছে, শুরু করতে হয়েছে নতুন লড়াই,নতুন যাত্রা। আর খুব কাছাকাছি সময়ের এক প্রকৃষ্ট উদাহরণ হলেন স্টিভ জবস। ১৯৭৬ সালে নিজের হাতে গড়া কোম্পানি অ্যাপল, যার সর্বময় কর্তাও ছিলেন তিনি অথচ ১৯৮৫ সালে কোম্পানির বোর্ড এবং তৎকালীন সিইও জন স্কুলির সাথে দীর্ঘ ক্ষমতার লড়ায়ের পর জবসকে অ্যাপল থেকে বিদায় নিতে হয়। কিন্তু তিনি থেকে থাকেন নি, তার লড়াই তাকে অপরিহার্য করে তুলেছে তার কাজের দুনিয়াই। এবার আসা যাক অভিমানী রোহিতের কথায়। অনেক আগের থেকেই জানা ছিল যে মুম্বাইয়ে এটা তার শেষ বছর। কিন্তু এই আইপিএলে মুম্বইয়ের শেষ ম্যাচের আগের ম্যাচে নিজের প্রিয় মাঠ ইডেনে রোহিত শর্মা নিজেই জানিয়ে দিলেন
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এটাই শেষ বছর! ইডেনে অনুশীলন করার সময় অভিমানের সুরে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ারকে বললেন রোহিত। সেই আবেগ ও অভিমানের ভিডিও পোস্ট করেও মুছে দেয় কেকেআর। পাঁচবার ট্রফি জেতানো এবং নিজের হাতে গড়ে তোলা মুম্বই ইন্ডিয়ান্স থেকে রোহিতের নেতৃত্ব কেড়ে নেয় নীতা আম্বানিরা। পরিবর্তে
হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক করে আনা হয় গুজরাত থেকে । তার পর থেকেই দল এবং সাজঘরের পরিবেস বদলে যায়। সে কথাই বলছিলেন নায়ারকে। অভিমানী রোহিতকে বলতে শোনা যায়, “ সব বদলে যাচ্ছে, দলের মধ্যে দু-টো দল হয়ে গেছে।হাতাশার সুরে বলেন সে সব ওদের ব্যাপার। যতই হোক, দলটা আমার হাতে তৈরি। আমার বাড়ি এটা। এই মন্দির আমি বানিয়েছি।” এর পরেই রোহিত বলেন, “আমার কিছু যায়-আসে না, এটা আমার শেষ বছর।”
হার্দক দলের অধিনায়ক হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল, হার্দিকের নেতৃত্বে খুশি নন মুম্বইয়ের কিছু সিনিয়র ক্রিকেটার। তাঁদের অভিযোগ, হার্দিকের নেতৃত্বে মুম্বই দলের সাজঘরের আবহ ঠিক নেই। নেই সিনিয়রদের সম্মান। এ বারের আইপিএল শুরুর আগে গুজরাত টাইটান্স থেকে হার্দিককে দলে নেয় মুম্বই। রোহিতকে সরিয়ে তাঁকে অধিনায়কও করে আগামীর কথা ভেবে। কিন্তু এটা ভুললে চলবে না মুম্বইকে পাঁচ বার আইপিএল জিতিয়েছিলেন রোহিত। ভবিষ্যতের কথা ভেবে রোহিতকে সরিয়ে যাকে অধিনায়ক করা হয় সেই হার্দিকের নেতৃত্বে মুম্বই প্রথম দল হিসাবে এ বারের আইপিএল থেকে ছিটকে গিয়েছে।আজ ইডেনে মুখোমুখি কলকাতা এবং মুম্বই। এ বার ইডেনে বদলার ম্যাচে মুখোমুখি হবে হার্দিকরা । যদিও হার্দিকদের এই ম্যাচে হারানোর কিছু নেই। ফলে জেতার জন্য মরিয়া লড়াই করবে মুম্বই।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more
Discussion about this post