২রা জুন আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ার দ্বীপপুঞ্জে শুরু হচ্ছে বিশ্বকাপ টি-টোয়েন্টি ক্রিকেটপ্রতিযোগিতা । ৪ঠা জুন ভারত প্রথম ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে । ভারতের পরবর্তী ম্যাচ ৯ই জুন পাকিস্তানের বিরুদ্ধে। দুই প্রবল প্রতিপক্ষ ভারত এবং পাকিস্তান নিউইয়র্কের আইজেনহাওয়ার পার্কে মুখোমুখি হচ্ছে । খবরে প্রকাশ ইতিমধ্যেই ভারত পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এবং এই ম্যাচের টিকিটের দামও অনেক বেশি করা হয়েছে। পাকিস্তান অধিনায়ক বাবর আজম ইতিমধ্যেই ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে যে চিন্তায় রয়েছেন গতকাল তা প্রকাশ করেছেন। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার আগে সাংবাদিকদেরজানিয়েছেন। বিরাট কে থামানোর জন্য তারা প্রয়োজনীয় রণনীতি তৈরি করবেন । তিনি আরো বলেন, আমরা সব দলের বিরুদ্ধে রণনীতি তৈরি করছি, বিরাট কোহলি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার, আমরা ওর বিরুদ্ধেও পরিকল্পনা করব ।
প্রতিটি দলের ১১ জনের জন্যই আমরা ভাবি ,প্ল্যান করি। সেভাবেই বিরাটের জন্য প্ল্যানিং থাকবে ও ভারতের সেরা প্লেয়ার। ২০২২ সালে মেলবোর্নে পাকিস্তানের ১৬০ রান তারা করতে গিয়ে ভারতের চার উইকেট পড়ে গিয়েছিল ৩১ রানের মধ্যে । সেখান থেকে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ম্যাচ বার করে নিয়ে যায় বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে দশটি টি ২০ ম্যাচে বিরাট কোহলির রান ৪৮৮ গড় ৮১.৩৩। ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে পাকিস্তান । ৫০ ওভারের বিশ্বকাপের পর থেকেই পাক ক্রিকেটে ডামাডোল চলছে । পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, বাইরের কোন কথায় কান দেওয়ার দরকার নেই শুধুমাত্র পাকিস্তান জার্সির কথা ভেবে খেলো। দলগত পারফরমেন্সের জোরেই জয় আসবে। তিনি আরো বলেছেন তোমাদের ওপর দেশ অনেক কিছু আশা করে। সেই প্রত্যাশা পূরণ করতে হবে । মাঝখানে বাবর আজমের ফর্ম খুব খারাপ ছিল সেজন্য অধিনায়ক পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল । শাহিন আফ্রিদিকে সেই সময় অধিনায়ক করা হয়েছিল । বাবর আজমকে পুনরায় অধিনায়ক করা হয়েছে। বিরাট কোহলির একজন বড় ভক্ত বাবর আজম। সে কারণে বাবর আজম জানে যে বিরাট একাই ম্যাচের রং ঘুরিয়ে দিতে পারে।












Discussion about this post