বিশ্বকাপ শুরুর একমাস আগে বড় ঘোষণা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় লাভ করতে পারে তাহলে দলের সব ক্রিকেটারকে আর্থিক পুরস্কার দেয়া হবে । সোমবার আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে t20 সিরিজ খেলতে রওনা হয়েছে পাকিস্তান ক্রিকেট দল । পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি, দল রওনা হওয়ার আগে দু’ঘণ্টা বৈঠক করেন পাকিস্তান খেলোয়াড়দের সঙ্গে । সমাজ মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ড একথা জানিয়েছে। সেখানে লেখা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসীন নকভি জানিয়েছেন পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় লাভ করলে প্রত্যেক ক্রিকেটারকে ৮৪ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে । মহসিন নাকভি বৈঠকে জানিয়েছেন, ট্রফি জেতার সঙ্গে অন্য কিছু তুলনা হয় না। বিশ্বের মঞ্চে পাকিস্তানের পতাকা ওড়ানোর দায়িত্ব বাবরদের কাঁধে দিয়েছেন তিনি। কাউকে নিয়ে ভাবতে হবে না পাকিস্তানের জন্য খেলো। নিজেদের সেরাটা দাও তাহলে তোমরা জিততে পারবে। তোমাদের উপর দেশের প্রত্যেকের অনেক আশা, তাদের স্বপ্ন পূরণ কর। পাকিস্তান এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের দল ঘোষণা করেনি কারণ আয়ারল্যান্ডের ইংল্যান্ডের সিরিজের পর কে কি রকম ফর্মে থাকে তা দেখে নেই তারা চূড়ান্ত দল ঘোষণা করবে ।
২রা জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ । ৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান । পাকিস্তান একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট জয়লাভ করেছে । আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সাফল্য অনেকটাই আনপ্রেডিক্টেবল । পাকিস্তান দল কখনও খুব ভালো খেলে আবার কখনো খুব খারাপ কাজেই এবারে বিশ্বকাপ পাকিস্তান কেমন খেলবে তার সময়ে উত্তর দেবে। তবে আর্থিক পুরস্কারের ঘোষণা তাদের যে অনেক বেশি অনুপ্রাণিত করবে তা বলাই যায়। কারণ পাকিস্তানে ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটের মত অত উপার্জন করতে পারে না ।
Discussion about this post