গতকালই ঘোষণা করা হয়েছে ভারতীয় ক্রিকেট দল T20 বিশ্বকাপের জন্য । এই দলে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে রিঙ্কু সিং বড় স্থান পান নি । মনে করা হচ্ছে টার্নিং পিচের জন্য চারজন স্পিনারকে দলে নেওয়া হয়েছে যার ফলে বাদ পরতে হয়েছে রিঙ্কুকে।
প্রত্যেক দল নির্বাচনে একজন ট্রাজিক নায়ক থাকেন যিনি বঞ্চিত হন, কিন্তু মানুষ বুঝিয়ে দেয় যে নির্বাচকরা না নিলেও তুমি আমাদের হৃদয়ে থাকবে। এতদিন ভারতীয় দলে এই ট্রাজিক নায়ক ছিলেন চাহাল। রিঙ্কু সিং সমাজমাধ্যমে ট্রেন্ডিং। গত বছর আইপিএল এ গুজরাট টাইটানসের বিরুদ্ধে পাঁচ বলে পাঁচটি ছক্কা হাকিয়ে তিনি ম্যাচ জিতিয়েছিলেন। তার এই কৃতিত্ব তাকে ভারতীয় দলে স্থান করে দেয় । ভারতীয় দলের হয়ে রিংকুর পারফরম্যান্স যথেষ্টই ভালো । ভালো খেলে রান করে তিনি জিতিয়েছেন ভারতীয় দলকে । এমন কি এশিয়ান গেমসে ভারত যে ক্রিকেটের সোনা পেয়েছে সেখানেও রিঙ্কুর অবদান রয়েছে যথেষ্ট । এবছর আইপিএলের রিংকু যথেষ্ট ব্যাট করার সুযোগ পায়নি । অল্প কয়েকটি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছে তাও খুব কম বল খেলেছেন । বহু প্রাক্তন ভারতীয় ক্রিকেটারই রিঙ্কুকে সম্ভাব্য ভারতীয় দলে রেখেছিলেন। তাদের বক্তব্য দুজন বা হাতি স্পিনার দলে নেওয়া হল, সেখানে ফিনিশার হিসেবে রিঙ্কুকে কি দলে যাওয়া যেত না?
১৯৯৭ সালে উত্তর প্রদেশে জন্ম নিয়েছিলেন এই ক্রিকেটার। রিংকু সিং ২০১৭ সালের পাঞ্জাব কিংস ইলেভেনের হয়ে খেলা শুরু করেন। ২০১৮ সালে কেকেআর তাকে দলে নেয় । ২০২৩ সালে তার অসাধারণ পারফরমেন্স থেকে তাঁকে ভারতীয় দলের স্হান করে দিয়েছিল । অসংখ্য কেকেআর সাপোর্টারদের সঙ্গে ভারতের সব অঞ্চলের মানুষ দুঃখ পেয়েছেন রিঙ্কু দলে না স্থান পাওয়ায়।
স্পোর্টস ব্যুরো …
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post