দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় বাঁহাতি ব্যাটসম্যান গ্যারি কার্ষ্টস্টেন একসময় ভারতীয় ক্রিকেট দলের কোচ ছিলেন। ধোনি যখন ভারতবর্ষের ক্যাপ্টেন ছিলেন সেই সময়কার কাষ্টেন ভারতীয় দলের দায়িত্বে ছিলেন। তার হাত ধরে এসেছে অনেক সফলতা । এমনকি বিদেশে মাটিতেও ভারত টেস্ট জয় করেছে । ভারতের এই প্রাক্তন ক্রিকেট কোচকে বর্তমানে কোচ নিযুক্ত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড একদিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য কোচ নিযুক্ত করল প্রাক্তন সাউথ আফ্রিকান বাঁ হাতি ব্যাটসম্যান গ্যারি কার্স্টেনকে । টেস্ট ক্রিকেটে জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড কোচ নিযুক্ত করেছে প্রাক্তন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জেসন গিলেস্পিকে । লাল বল এবং সাদা বলের এই দুই বিদেশি কোচকে সহায়তা করবেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আজহার মাহমুদ । পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেছে তিনজনই দু বছরের চুক্তি করেছেন। পি.সি.বি চেয়ারম্যান মহাসিন নাভি বলেছেন দুই বিদেশি কোচ যথেষ্ট নামি এবং তাদের আগমনে পাকিস্তান দল সাফল্যের মুখ দেখবে বলে তিনি মনে করেন ।
গত বছর ভারতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপ খেলায় ব্যর্থতার পর গ্রান্ট ব্রাডবার্ন চলে যাওয়ার পর থেকে পাকিস্তানের প্রধান কোচ ছাড়াই এতদিন খেলে আসছিল। গ্যারি কার্স্টেন ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারত। আইপিএলেও তিনি অনেকদিন ধরেই কোচ নিযুক্ত আছেন, বর্তমানে তিনি গুজরাট টাইটানস এর মেন্টর হিসেবে কাজ করছেন। আইপিএল শেষ হওয়ার পর তিনি পাকিস্তান দলে যোগ দেবেন ।
পাকিস্তানের কোচ হওয়ার পর তিনি জানান তার প্রাথমিক উদ্দেশ্য দলটিকে সর্বোচ্চ স্তরে পৌঁছে নিয়ে যাওয়া এবং সাফল্য এনে দেওয়া। আগামী মাসে তিনি চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক সমন্বিত ইংল্যান্ড সফরের সময় দলের সাথে যোগ দেবেন এবং জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে তার প্রধান কাজ। ।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more












Discussion about this post