ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য অত্যন্ত সুখবর । সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৭০০ ফুট উপরে তৈরি হচ্ছে ফুটবল মাঠ। ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে সম্ভবত মিজোরামের আইজলে ছিল ভারতের সবচেয়ে উঁচু মাঠ। অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় তৈরি হচ্ছে নতুন ফুটবল মাঠ । কৃত্রিম টার্ফ বসানোর কাজ খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে বলে জানানো হয়েছে । স্টেডিয়ামের কিছু ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে । এআইএফএর তরফ থেকে জানানো হয়েছে , অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার ফুটবল প্রেমীদের জন্য দারুন খবর ।কারণ তাওয়াং মাঠে একটি শংসাপত্র প্রাপ্ত কৃত্রিম টার্ফ ইনস্টলেশন শীঘ্রই সম্পূর্ণ হতে চলেছে ।ফুটবল মাঠটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৭০০ ফুট উচ্চতায় অবস্থিত। এই প্রথমবার অরুণাচল প্রদেশের কোন জেলা ফিফা সার্টিফাইড কৃত্রিম ফুটবল টার্ফ গ্রাউন্ড পেতে চলেছে । আশা করি ভবিষ্যতে আমাদের রাজ্যের প্রতিটি জেলা কমপক্ষে একটি করে স্বীকৃত টার্ফ ফুটবল মাঠ পাবে। দেশের উত্তরপূর্ব অঞ্চল থেকে প্রতিবছর অসংখ্য ফুটবলার উঠে আসেন জাতীয় স্তরে। সেখানে ফুটবলের প্রতি মানুষের উৎসাহ রয়েছে যথেষ্ট। নতুন মাঠ তৈরি হলে ফুটবল সম্প্রসারণের কাজ আরও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post