ভারত কবে বিশ্বকাপ খেলবে তার ভবিষ্যৎবানীতো দুর। আদৌও কি কোনদিন বিশ্বকাপ ফুটবলে ভারতকে দেখা যাবে তাই নিয়েই অনেকের মনে বিরাট সন্দেহ। তাই বলেতো চেষ্টা করা ছেড়ে দেওয়া যেতে পারে না। যে দেশে ১৪০ কোটিরও বেশী মানুষের বাস, সেই দেশ থেকে কেন ১৪ জন বিশ্বমানের ফুটবলার পাওয়া যায় না তা নিয়েও অনেকে বিষ্ময় প্রকাশ করেছেন। তবে ফুটবলের প্রতি আগ্রহ কেন কমছে তা বলা মুশকিল, এর পিছনে একাধিক কারণ আছে। তবে আমরা যোগ্যতা অর্জন পর্বে আমাদের প্রতিবেশী তথা শত্রুদেশ গুলির থেকে আগিয়ে থাকলেই খুশি হই, কারণ আমরা তুলনা এই সমস্ত দেশের সঙ্গেই করে থাকি। আবারও চলছে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা। আর
সেই খেলার জন্য মোট ৪১ জন ফুটবলারকে বেছে নেবেন ইগর স্তিমাচ। আগেই প্রথম পর্যায়ে ২৬ জন ফুটবলার নিয়ে দল ঘোষণা করেছিলেন তিনি। এ বার ১৫ জনের দ্বিতীয় দল ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের কোচ। প্রথম পর্বের দলে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি-র একজন ফুটবলারকেও রাখা হয়নি। তবে দ্বিতীয় পর্বে আইএসএলের ফাইনালে খেলা দু’দলের ১৫ ফুটবলারকে রেখেছেন তিনি। তাদের মধ্যে মোহনবাগানের আট জন ফুটবলারকে রাখা হয়েছে । আর মুম্বই থেকে সুযোগ পেয়েছেন সাত জন। ৪১ জনের দলে এই দুই ক্লাব থেকেই সব থেকে বেশি ফুটবলার রয়েছেন এখন পর্যন্ত। চলতি মরসুমে আইএসএলের লিগ-শিল্ডের লড়াইও হয়েছিল এই দুই দলের মধ্যে। সেবার মুম্বইকে হারিয়ে লিগ-শিল্ড জিতেছিল মোহনবাগান। আর এবার ফাইনালে তার বদলা নিয়েছে মুম্বই। মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা।ভুবনেশ্বরে আগামী ১০ই মে থেকে শুরু হবে প্রস্তুতি শিবির। চার সপ্তাহ চলবে শিবির। প্রথম পর্বের ২৬ ফুটবলার ১০ তারিখই শিবিরে যোগ দেবেন। আর দ্বিতীয় পর্বের ১৫ ফুটবলারকে অতিরিক্ত বিশ্রাম দেওয়া হয়েছে। ১৫ মে থেকে শিবিরে যোগ দেবেন তাঁরাও।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এই রাউন্ডে দু’টি ম্যাচ বাকি আছে ভারতের। ৬ জুন কলকাতায় কুয়েত ও ১১ জুন দোহায় কাতারের বিরুদ্ধে খেলবে তারা। এই দুই ম্যাচের উপরে ভারতের পরের রাউন্ডে যাওয়া নির্ভর করছে। আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে লজ্জার হারের পর এই মুহূর্তে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এখন এমন পরিস্থিতি তাদের বাকি দু’টি ম্যাচ জিততেই হবে। তাই এক মাস আগে থেকে প্রস্তুতি নিয়ে খেলতে চাইছে ভারত।
ভারতের দ্বিতীয় পর্বের দলে – বিশাল কাইথ, ফুর্বা লাচেনপা, আকাশ মিশ্র, আনোয়ার আলি, মেহতাব সিংহ, রাহুল ভেকে, শুভাশিস বসু অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, লালেনমাওয়াইয়া রালতে, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ। মনবীর সিংহ, বিক্রম প্রতাপ সিংহ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post