প্রথম পর্বে হায়দ্রাবাদের মাঠে মুম্বাইয়ের বিরুদ্ধে রেকর্ড রান করে ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাই ভালো ব্যাট করলেও সেদিন তাদের হারতে হয়েছিল। দ্বিতীয় পর্বের খেলায় ওয়াং খেড়ের মাঠে সূর্যের দাপটে হেলায় হারালো সানরাইজার্স হায়দ্রাবাদকে । এই জয়ের ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়তো খুব লাভ হলো না ,তবে সূর্যের ব্যাটিং এ স্বস্তি পাবে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যের ফর্ম ভরসা দেবে ভারতীয় দলকে। বিশ্বকাপের আগে ফর্মে ফিরেছেন টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার সূর্য কুমার যাদব। সোমবার একটি দুর্দান্ত সেঞ্চুরি করলেন সেটা মাত্র ৫১ বলে। ‘স্কাই’ নামে পরিচিত সূর্য মেরেছেন ১২ বাউন্ডারিও ৬টি ওভার বাউন্ডারি । আজকের ম্যাচ ৭ উইকেটে জিতে কিছুটা স্বস্তি পেলেন মুম্বাই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। প্লে অফে যাওয়ার সুযোগ না থাকলেও বারো ম্যাচে ৮ পয়েন্টে পৌঁছালো মুম্বাই। এগারো ম্যাচের শেষে ১২ পয়েন্ট নিয়ে এখনো বেশ চাপে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই দিন সানরাইজার্সের ওপেনিং জুটি ট্রাভস হেড ও অভিষেক শর্মা ছয় ওভারেরমধ্যে ৫৬ রান তুলে দেন। অভিষেক মাত্র ১১ রান করে আউট হয়ে গেলে ট্রাভিস হেড করেন ৩০ বলে ৪৮ রান । মাঝের সারির ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ায় হায়দ্রাবাদের রানের গতি কমে যায়। শেষের দিকে অধিনায়ক প্যাট কামিংস চালিয়ে খেলে ১৭ বলে ৩৫ রান করে নট আউট থাকেন । এই দিন কিছুটা স্বস্তি পেলেন হার্দিক পান্ডিয়া। খুব ভালো বল করেছেন তিনি। মুম্বাইয়ের হয়ে হার্দিক পান্ডিয়া এবং পীযূষ চাওলা তিনটি করে উইকেট পায়। হায়দ্রাবাদের বিরুদ্ধে ১৭৪ রানের টার্গেট নিয়ে খেলতে নামে মুম্বাই । ঈশান কিষান ৯ রোহিত শর্মার ৪ নমন ধীর শূন্য রানে আউট হয়ে যাওয়ায় মুম্বাইয়ের একসময় স্কোর ছিল ৩ উইকেটে ৩১ রান । সেখান থেকে তিলক বর্মা ও সূর্য কুমার যাদব জুটি বাঁধেন এবং রান তুলে দেন । তিলক বর্মা ৩২ বলে ৩৭ রান করে নট আউট থাকেন । ওয়াং খেড়ের এই স্টেডিয়ামে আগের ম্যাচেও বেশি রান উঠেনি । সোমবার ও একই ছবি দেখা গেল । তবে পরের দিকে শিশির পড়ায় মুম্বাইয়ের কাজটা একটু সহজ হয়ে যায়। এই ম্যাচ হারার ফলে সানরাইজার্স হায়দ্রাবাদ লীগ টেবিলে চার নম্বরে নেমে এলো । ম্যাচের ফলাফল যাই হোক না কেন বিশ্বকাপের হার্দিক পান্ডিয়া এবং বুমরার ফর্ম রোহিতকে অনেকটা নিশ্চিত করবে । এখন রোহিতের শুধু নিজের ফর্মে ফেরার অপেক্ষা। পরের দুটি ম্যাচে রোহিত ভালো রান করলে বিশ্বকাপে অনেক আত্মবিশ্বাস নিয়ে যেতে পারবে ভারত ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post