ডুবতে ডুব দিয়ে হঠাৎ ভেসে উঠেছে আরসিবি । আইপিএল শুরুর পর দ্বিতীয় ম্যাচে তারা জয় পেয়েছিল। তারপর টানা হারতে হারতে শেষ তিনটি ম্যাচে জিতে নতুন করে আশা জাগিয়েছে মূল পর্বে ওঠার। চারটি অংক মিললে পয়েন্ট তালিকার প্রথম চার দলের মধ্যে শেষ করতে পারবেন বিরাট কোহলিরা। ১১টি ম্যাচ খেলে আরসিবির পয়েন্ট সংখ্যা এখন ৮। বেঙ্গালুরু তিনটি খেলা বাকি আছে পাঞ্জাব কিংস , দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে । এর মধ্যে পাঞ্জাব ছাড়া বাকি দুটি ম্যাচ নিজের ঘরের মাঠে খেলবে বেঙ্গালুরু ।
যে সকল অংকের ফলে বেঙ্গালুরু মূল পর্বে গেলেও যেতে পারে তার প্রধান কারণ শর্ত ১। বাকি তিনটে ম্যাচ বেঙ্গালুরুকে জিততেই হবে তাহলে তাদের পয়েন্ট হবে ১৪ । তিনটে ম্যাচ জিতলে তাদের রান রেট ভালো হবে । এই মুহূর্তে তাদের রান রেট – ০. ০৪৯ । শর্ত২ বেঙ্গালুরুকে আশা করতে হবে যাতে সানরাইজার্স হায়দ্রাবাদ বা লক্ষনৌ সুপার জায়েন্টসের মধ্যে একটি দল তাদের বাকি ম্যাচের মধ্যে একটির বেশি ম্যাচ না জেতে । ওই দুটি দলেরই পয়েন্ট সংখ্যা এখন বারো তাহলে একটি দলের পয়েন্ট ১৪ র বেশি হবে না। এর ফলে তাদের রান রেট ও ব্যাঙ্গালোর থেকে কম হবে । শর্ত ৩ বেঙ্গালুরুতে তাকিয়ে থাকতে হবে আরও দুটি দলের দিকে । দেখতে হবে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস বাকি ম্যাচের মধ্যে দুটি বেশি না জেতে ।
চেন্নাই এবং দিল্লী দুটি দলের পয়েন্ট সংখ্যা যথাক্রমে ১২ এবং দশ । তারা যদি বাকি ম্যাচগুলি হারে তবে ১২ পয়েন্ট এর বেশি যেতে পারবে না। শর্ত ৪ পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটানস এর পয়েন্ট সংখ্যা ১১ ম্যাচে ৮ । তারাও যেন তাদের বাকি ম্যাচগুলি মধ্যে অন্তত একটি করে হারে, তাহলে তারাও ১২ পয়েন্টের বেশি যেতে পারবে না । এই চারটি অংক মিললে বেঙ্গালুরু মূল পর্বে যেতে পারবে । তবে সবার আগে তাদের তিনটি ম্যাচ জিততে হবে এবং রান রেট কে আরো ভালো করতে হবে । সেখানে একটি ম্যাচ হারলেই সব স্বপ্ন এবছরের মত শেষ হয়ে যাবে। এখনো পর্যন্ত কোনো বছরই ট্রফি পাইনি আরসিবি। বছরের পর বছর আশায় বুক বেঁধে তাদের সমর্থকরা ব্যর্থতায় ডুবে গিয়েছেন। এখন দেখা যাক মূল পর্বে আরসিবি যেতে পারে কিনা।
Discussion about this post