বড় চমকের অপেক্ষা মোহনবাগান দিবসে, সবকিছু ঠিক ঠিক থাকলে ২৯ শে জুলাই মোহনবাগান দিবসে মোহনবাগান মাঠে আসতে চলেছে বিশ্বজয়ী আর্জেন্টিনীয় তারকা আনখেল দি মারিয়া । ১৯১১ সালের ২৯ শে জুলাই মোহনবাগান এসি ইস্ট ইয়ার্কশায়ার রেজিমেন্ট কে ২ -১ ব্যবধানে পরাজিত করে আইএফএ শিল্ড জিতেছিল প্রথম সর্বভারতীয় দল হিসেবে। এই জয় মোহনবাগানকে প্রথম সর্বভারতীয় দল করে তোলে যারা ব্রিটিশদের বিরুদ্ধে চ্যাম্পিয়নশি জিতেছিল । স্বাধীনতার জন্য ভারতের চাপের সময় এটি একটি প্রধান মুহূর্ত ছিল । মোহনবাগানের প্রথম শিল্ড জয়কে স্মরণ করেই প্রত্যেক বছর ২৯শে জুলাই মোহনবাগান দিবস পালন করা হয়।
এ বছর মোহনবাগান দিবসে আসতে চলেছেন আর্জেন্টিনার ফুটবল তারকা । দশ বছর আগেই মেসির টিমের হয়ে যুবভারতীতে ভেনিজুয়েলার বিরুদ্ধে খেলে গিয়েছেন ডি মারিয়া। ২০২২-এ কাতার বিশ্বকাপে ট্রফি উঠেছিল লিওনেল মেসির হাতে সেই বিশ্বকাপের ডি মারিয়ার অবদান কম ছিল না। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে রানারস টিমের সদস্য ছিলেন তিনি ।জিতেছিলেন কোপা আমেরিকা কাপ ও । সেই বিশ্বকাপার কে যদি মোহনবাগান মাঠে দেখা যায় তাও আবার ঐতিহ্যের মোহনবাগান দিবসে এর চেয়ে বড় চমৎকার কি হতে পারে । দি মারিয়া কে ভারতে আনার উদ্যোগ নিয়েছেন শতদ্রু দত্ত ।
বাংলার ফুটবল প্রেমীদের অনেক বিশ্বকাপ ফুটবলকে দর্শন করেছেন এই শতদ্রু দত্ত। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার মার্তিনেসকে বিশ্বকাপের পরেই শহরে এনেছিলেন তিনি । এর আগে পেলে মারাদোনার মত কিংবদন্তিদের ভারতে নিয়ে এসেছিলেন শতদ্রু দত্ত। মারিয়ার সঙ্গে কথা বলে চুক্তির প্রাথমিক প্রার্থী শর্তও পালন করা হয়ে গিয়েছে বলে তিনি জানান ।
তবে একটাই সমস্যা,যদি অলিম্পিক দলে আর্জেন্টিনা খেলে সেখানে তিনজন সিনিয়র টিমের খেলানোর সুযোগ পাবে আর্জেন্টিনা । সেক্ষেত্রে দি মারিয়া যদি নির্বাচিত হন তবে তার ভারতে আসার দিন পাল্টাতে পারে। সম্প্রতি একটি সাক্ষাৎকার বলেছেন তিনি অলিম্পিক খেলতে চান না কিন্তু মেসি খেললে এই সিদ্ধান্ত বদলাতে পারে । মোহনবাগান সমর্থকরা আশায় রয়েছেন ডি মারিয়া ২৯ শে জুলাই আসছেন মোহনবাগান দিবসে।
Discussion about this post