রবিবার রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব কাঁধে তুলে নিলেন ঋতু রাজ। যে ম্যাচে হারলে প্লে-অফের রাস্তাটা কঠিন হয়ে যেত সেই ম্যাচে অপরাজিত থেকে দলকে জিতিয়েছেন। আইপিএল শুরুর আগে যখন ঋতুরাজ গাইকোয়াড়ে র কাঁধে চেন্নাই সুপার কিংসের নেতৃত্বের দায়ভার তুলে দেয়া হয়, তখন একটা পরামর্শ দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি । বলেছিলেন,এই দলটা তোমার, তোমাকেই দায়িত্ব নিতে হবে । প্লে-অফে টিকে থাকতে হলে রবিবার রাজস্থানকে হারাতেই হতো। সেই যুদ্ধে জিতল চেন্নাই । কুড়ি ওভারে রা্জস্থন পাঁচ উইকেটে মাত্র ১৪১ রান তুলেছিল। রিয়ান পরাগ ৩৬ বলে৪৭ নট আউট ছাড়া আর কেউই রান পেলেন না। চেন্নাই বোলার সিমরজিৎ সিং ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন ।
রাজস্থানের সেরা তিন ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল, যশ বাটলার এবং সঞ্জু স্যামসং কে আউট করে ম্যাচের সেরা হন সিমরজিৎ । রাজস্থান ইনিংসে সর্বোচ্চ স্কোর রিয়ান পরাগের তিনি ৩৫ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন ।পুরো আইপিএল জুড়ে বিস্ফোরক ক্রিকেট খেললেও এই ম্যাচে কিন্তু রান রেট বাড়াতে পারেনি, রাজস্থানের ব্যাটসম্যানরা। বাটলার স্যামসাং এর মতো ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট ও একশোর কমে ছিল । আজ জাদেজার রান আউটের ঘটনা ম্যাচের অন্যতম বড় বিতর্ক। ১৫ তম ওভারে আবেশ খান বল করছিলেন সেই ওভারে পাঁচ নম্বর বল থার্ডম্যানের দিকে ঠেলেই দু রানের জন্য দৌড়াতে থাকে জাদেজা । একরান নেওয়ার পরেই দেখেন বল রাজস্থান উইকেটকিপার সঞ্জুর হাতে চলে এসেছে তখন জাদেজা দৌড়ে ক্রিজে ঢুকতে যান। সঞ্জু উইকেট লক্ষ্য করে বল ছুড়ে দিয়েছিলেন। বল জাদেজার গায়ে লাগে । এমনকি দুহাত দিয়ে বল আটকানোর চেষ্টা করেন তিনি ।
অবস্ট্রাক্টিং দা ফিল্ড অভিযোগে জাদেজাকে আউট দেন থার্ড আম্পায়ার । স্বাভাবিকভাবেই একরাশ বিরক্তি নিয়ে মাঠ ছাড়েন জাদেজা । নেটিজেনরা সমালোচনা করেছেন জাদেজার এই আচরণের । চেন্নাই এর মাঠে কি আইপিএলের শেষ ম্যাচ খেলে ফেললেন মাহিন্দ্র সিং ধোনি? চেন্নাই সুপার কিংস যদি প্লে অফে না উঠতে পারে শেষ পর্যন্ত তাহলে পরের বারে কি আর দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে? রবিবার চিপকে রাজস্থানকে পাঁচ উইকেটে হারিয়ে তিন নম্বরে উঠে এসেছে চেন্নাই। কিন্তু এই ম্যাচেও জল্পনা ধোনীকে নিয়ে। এমনকি টিম যদি প্লে অফে না উঠতে পারে তার জন্য ম্যাচের পরে গ্যালারিতে টেনিস বল ছুড়ে দিয়েছিলেন ধোনি ।
Discussion about this post