মোহনবাগান সুপার জায়েন্টের কোচ নিয়ে এখন জোর আলোচনা চলছে । আইএসএল ফাইনালে হারার পর এখন হাভাসের চুক্তি কি হবে সেটাই বড় প্রশ্ন। হাবাস যদি এরপর কোচ না থাকেন তাহলে কি হবে মোহনবাগানে পরবর্তী কোচ?
এবারের আইএসএল লিগ ফাইনাল ছিল মরশুমের শেষ ম্যাচ । মোহনবাগান সুপার জায়েন্টের টেকনিক্যালে ডিরেক্টর করে আনা হয়েছিল লোপেজ হাভাসকে । হুয়ান ফেরেন্দোকে অপসারণ করার পর লোপেজ হাভাসকে প্রধান কোচ করা হয় । ভারতের বিদেশি কোচদের মধ্যে চূড়ান্তভাবে সফল বলে মনে করা হয় হাভাসকে । এর আগে তার কোচিং এ চারবার ফাইনালে উঠেছে তার দল । এবার নিয়ে তার কোচিংয়ে পাঁচবার ফাইনালে উঠলো তার দল । আইএসএল ফাইনাল এরপর তিনি স্পেনে ফিরে গেছেন । কিন্তু তার কথা থেকে স্পষ্ট নয়, তিনি মোহনবাগানে কোচ থাকবেন কিনা । সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন এটাই তার শেষ মরশুম। কিন্তু ফাইনালে হারার পর তার কথায় মনে হয়নি যে তিনি আর কোচ চান না । যদিও তার সঙ্গে এ বছরের চুক্তি সম্পন্ন হয়েছে । নতুন করে কোন চুক্তি এখনো হয়নি । তাই হাভাসের ফেরার সম্ভাবনা কতটা সেটা সময়ই জানা যাবে। শনিবার আইএসএল ফাইনালে মুম্বাই সিটি কাছে হারার পর মোহনবাগান শিবির বিমর্ষ হয়ে আছে। কোচ হাবাস একবার বলেছিলেন ম্যানেজমেন্টের সঙ্গে তার কথা চলছে। সবুজ মেরুন ম্যানেজমেন্ট হাভাসকেই কোচ হিসেবে ধরে রাখতে মরিয়া নতুন মরশুমের জন্য । কিন্তু তিনি যদি সরে দাঁড়ান তাহলে কোচ কে হবে? শোনা যাচ্ছে মোহনবাগানের পৌঁছতে আগ্রহী সের্খিও লোবেরা ।
ওড়িশা এফসি নতুন বাজেট কমাচ্ছে । তাই লোবেরা ওড়িশায় থাকতে রাজি নন । আইএসএল এর আরো একজন সফল কোচ লোবেরা । মোহনবাগান ম্যানেজমেন্ট চায় ভারতে কাজ করেছে এমন কোন সফল বিদেশি কোচকে । সেক্ষেত্রে সার্খেই লোবেরার মোহনবাগানের কোচ হবার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। ইতিমধ্যেই মোহনবাগান তিনজন বিদেশি খেলোয়াড় কে বদল করছেন তারা হচ্ছে হেক্টর ইয়ুৎসে, ব্রান্ডন হ্যামিল এবং আরমান্দো সাদিকু । সাদিকুর সঙ্গে আরো এক বছর চুক্তি থাকলেও পারফরম্যান্স খারাপ হওয়ার কারণ দেখিয়ে তাকে ছেঁটে ফেলতে পারে মোহনবাগান ।। জনি কাউকোর সঙ্গে ও মোহনবাগানের চুক্তি শেষ । হাভাস কোচ থাকলে কাউকো থাকতেও পারেন । মোহনবাগানে কোন বিদেশী কোচ কে দায়িত্ব দেবেন আগামী মরশুমের জন্য এজন্য অপেক্ষা করতে হবে কয়েকদিন।
স্পোর্টস ব্যুরো …
Discussion about this post