শুক্রবার বাইপাসের ধারে এক পাঁচতলা হোটেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো টি-টোয়েন্টি লিগের। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি ক্রিকেট ট্রফি উন্মোচিত হলো এই দিনে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলী, ঝুলন গোস্বামী লিয়েন্ডার পেজের মতো কিংবদন্তী খেলোয়াড়র। এছাড়াও ছিলেন লক্ষ্মীরতন শুক্লা প্রণব রায় ,মনোজ তেওয়ারীর মতো ক্রিকেটাররা।
পুরুষ এবং মহিলা দুই বিভাগকে নিয়ে জুন মাসে শুরু হতে চলেছে এই আট টিমের “বেঙ্গল প্রো লিগ” টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার ট্রফি উদ্বোধনের সঙ্গে বিভিন্ন ফ্রাঞ্চাইজিদের মার্কি ক্রিকেটারদের নাম জানিয়ে দেওয়া হয়। বিভিন্ন তারকারা ছাড়াও সেদিন উপস্থিত ছিলেন অভিষেক পোড়েল সহ শরদিন্দু বন্দ্যোপাধ্যায় উৎপল চট্টোপাধ্যায়ের মত প্রাক্তন ক্রিকেটাররাও। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সহ উপস্থিত ছিলেন সব পদাধিকারী ও কর্তারা । বেঙ্গল টি-টোয়েন্টি লিগের উদ্যোগ নিয়ে খুবই খুশি সৌরভ গাঙ্গুলী ।এই প্রতিযোগিতা শুরু করার নেপথ্যে রয়েছেন সঞ্জয় দাস। প্রতিযোগিতার নকশা তৈরি করা থেকে শুরু করে স্পন্সার নিয়ে আসা সবকিছুরই প্রধান ভূমিকা পালন করেছেন তিনি। সৌরভ গাঙ্গুলী জানান,’পশ্চিমবঙ্গে অনেক প্রতিভা খুঁজে পাবো ক্রিকেটার নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন ফলে আগামী দিনে আইপিএলেও সুযোগ পেতে পারে তারা বাংলা ক্রিকেটাররা আইপিএলে খারাপ কিছু করছে না ।
মিচেল স্টার্ককে ছক্কা হাঁকাচ্ছে অভিষক এ দৃশ্য ও আমাদের সকলের কাছে গর্বের। ঝুলন গোস্বামী জানালেন, বাংলায় মহিলাদের ক্রিকেটে উন্নত হবে এই প্রতিযোগিতার মাধ্যমে । এই প্রতিযোগিতার মাধ্যমে ভারতের মহিলা ক্রিকেট দল লাভবান হবে। এখন পশ্চিমবঙ্গ থেকে অনেক মহিলা ক্রিকেটার দেশের হয়ে খেলে, আগামী দিনে সংখ্যাটা বাড়বে। এই উদ্যোগ নেওয়ার জন্য সিএবিকে ধন্যবাদ। ৮ দলে মোট ১৬ জন মার্কিন ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে। কলকাতা রয়েল টাইগারর্স দলের মাল্টি ক্রিকেটাররা হলেন অভিষেক পোড়েলএবং মিতা পাল। হারবার ডায়মন্ডস এর মার্কি ক্রিকেটাররা হলেন মনোজ তিওয়ারি ও সুকন্যা পরিধা। রশ্মি মেদিনীপুর উইজার্ড দলের মার্কি ক্রিকেটাররা হলেন অভিমন্যু ঈস্বরন ও রিচা ঘোষ। সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স দলের মার্কিপ্লেয়ার হলেন আকাশদীপ এবং প্রিয়াঙ্কা। রাঢ় টাইগার্স দলের মার্কি প্লেয়ার র হলেন শাহবাজ আহমেদ এবং তিতাস সাধু। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়ার্স দলের দুজন মার্কি প্লেয়ার হলেন অনুষ্টুপ মজুমদার ও ধাড়া-গুজ্জর । মালদা সেবিস্কো স্মাশার্স দলের মার্কি ক্রিকেটাররা হলেন মুকেশ কুমার ও ঋষিতা বসু । মুর্শিদাবাদ কিংস দলের মার্কি ক্রিকেটাররা হলেন সুদীপ ঘরামী ও দীপ্তি শর্মা ।
স্পোরস ব্যুরো ..
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post