অনেক আশা করে মুম্বাই কর্তৃপক্ষ হার্দিককে এ বছরের ক্যাপ্টেন করেছিলেন। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হয়ে হার্দিক সব দিক থেকেই ব্যর্থ। দলকে পরিচালনা করতে পারেনি সুনিপুণভাবে, এমনকি নিজেরও পারফরম্যান্স খুব খারাপ। ব্যাটে বলে কিছুতেই তিনি সাফল্য পাচ্ছেন না ।
২০২২ সালে গুজরাট টাইটান্স হার্দিক পান্ডিয়া কে ক্যাপ্টেন করে নিয়ে গিয়েছিল । প্রথম বছরই গুজরাটকে চ্যাম্পিয়ন করে হার্দিক সকলকে মুগ্ধ করেছিল। পরের বছরের গুজরাট ফাইনালে ওঠে । হার্দিকের সাফল্য ভারতীয় বোর্ড আন্তর্জাতিক ক্রিকেটেও কাজে লাগাতে চেয়েছিল। রোহিত শর্মার অনুপস্থিতিতে হার্দিককে ভারতীয় দলের টি-টোয়েন্টি ক্যাপ্টেন করা হয়েছিল । কিন্তু এবছর বোম্বাইয়ের ক্যাপ্টেন হিসেবে তিনি সম্পূর্ণ ব্যর্থ। হার্দিকের ব্যর্থতার কারন কি? কি বলছেন বিশেষজ্ঞরা দেখে নেওয়া যাক । ।
প্রথম কারণ সমর্থকদের পাশে না পাওয়া। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা যথেষ্ট সফল সেখানে হার্দিক পান্ডেকে ক্যাপ্টেন করায় সমর্থক একেবারেই খুশি হতে পারেনি। হার্দিক কে দেখলেই তারা রোহিত রোহিত করে চিৎকার করেছেন । সমর্থকদের এই বিরূপ মনোভাব হার্দিক কে চাপে ফেলেছে । এরফলে সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার ভুল করে ফেলছে হার্দিক। দু’নম্বর কারণ স্বাধীনতার অভাব। গুজরাটে তিনি নতুন টিম নিয়ে ক্যাপ্টেনশিপ করেছেন । ওখানে সম্পূর্ণ স্বাধীনভাবে তিনি কাজ করতে পেরেছিলেন। কিন্তু মুম্বাইতে অনেক সিনিয়র ক্রিকেটার থাকায় এবং বহুদিন তারা মুম্বাই টিমের খেলায় হার্দিকের পক্ষে স্বাধীনভাবে কাজ করাটা একটু মুশকিল ছিল। মনে করা হচ্ছে রোহিত এবং হার্দিক দুটি পক্ষ তৈরি হয়ে গেছে মুম্বাই টিমে । এরপরের কারণ তার অভিজ্ঞতার অভাব হিসেবেই ধরা হয়। আইপিএলের দুটি মরশুম এবং ভারতের নেতৃত্ব দিলেও হার্দিক এখনও অধিনায়ক হিসেবে অপরিণত। যসপ্রীত বুমরার মতো বোলারকে তিনি সঠিকভাবে কাজে লাগাতে পারছেন না বলে মনে করছেন বিশেষজ্ঞরা । এর পরের কারণ বোলার হার্দিকের ব্যর্থতা । হার্দিক একজন সফল অলরাউন্ডার ব্যাটিংয়ের সাথে সাথে বোলিংটাও তিনি খুব ভালো করেন । কিন্তু এবারের আইপিএলে বোলার হিসেবে হার্দিক সম্পূর্ণ ব্যর্থ। নতুন বলে বল করতে এসে রান দিচ্ছেন। মাঝখানে বল করতে এসে লাইন লেন্থ ঠিক রাখতে পারছেন না । এ বছর ১১ টি ম্যাচে তিনি মাত্র ৮ টি উইকেট পেয়েছেন সেখানে রান দিয়েছেন ২৯৭ । মোট কথা বোলার হিসেবেও চাপ সামলাতে পারছেন না ক্যাপ্টেন হার্দিক ।
তার ব্যর্থতার উপর কারণ তার ব্যাটিং। গুজরাটের হয়ে তিনি চার নম্বরে ব্যাট করতেন। মুম্বাই দলে অনেক নামকরা ক্রিকেটার রয়েছেন । ফলে হার্দিক কে পরে নামতে হচ্ছে। ফিনিশারের কাজ করতে হচ্ছে তাকে। এ পর্যন্ত ১১ টি ম্যাচ খেলে তিনি রান করেছেন মাত্র ১৯৮ । খেলেছেন ১৩৪ বল । তার ব্যাটিং গড় ১৯ .৮০ , স্ট্রাইক রেট ১৪৭. ৭৬ । ক্রিকেট বিশেষজ্ঞদের মতে মুম্বাইয়ের হয়ে হার্দিক ব্যর্থ হলেও দেশের হয়ে খেলায় তার প্রভাব পড়বে না । দেশের হয়ে অনেক নিশ্চিহ্নভাবে ব্যাটিং বোলিং করতে পারবে হার্দিক। সেক্ষেত্রে দেশের হয়ে তার সফল হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে।।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post