ইঙ্গিত পাওয়া গিয়েছিল কিছুক্ষণ আগে। বিরাট কোহলির পাশে বসে কেঁদে ফেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেটাই সত্যি হল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অশ্বিন । ব্রিসবেনে তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরেই নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। অর্থাৎ সিরিজের বাকি দুটি টেস্টে অশ্বিনকে আর পাবে না রহিত শর্মারা। ব্রিসবেনে খেলা শেষে অধিনায়ক রোহিতের সঙ্গে সাংবাদিক বৈঠকে যান অশ্বিন ।তিনি বলেন ,”আমার এখানে আসার কথা ছিল না। কিন্তু একটা কথা সকলকে জানানোর জন্য এসেছি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি।” আইপিএলে অবশ্য খেলতে দেখা যাবে অশ্বিন কে। তিনি বলেন,” আমার মনে হয় এখনো কিছুটা ক্রিকেট আমার মধ্যে বাকি আছে। সেটা আমি ক্লাব স্তুরের ক্রিকেটে দেখাতে চাই।” অবসরের দিন নিজের কয়েকজন সতীর্থের নাম নিয়েছেন অশ্বিন ।আন্তর্জাতিক ক্রিকেটের সাফল্যের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় স্পিনার। অশ্বিন বলেন আমরা সকলে মিলে অনেক মজা করেছি ।আমার এই ক্যারিয়ারের সঙ্গী হিসেবে বিরাট, রোহিত, রাহানে, পুজারাদের পেয়েছি। ওরা ব্যাটারদের চারদিকে দাঁড়িয়ে আমার বলে ক্যাচ ধরে আবার কাজটা সহজ করে দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ দিয়েছেন অশ্বিন। বুধবার ব্রিসবেনে ভারতের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার পরই বৃষ্টি নামে। ফলে খেলা বন্ধ হয়ে যায় ।দু দল সাজঘরে ফেরে ।তার কিছুক্ষণ পরেই দেখা যায় সাজঘরে বসে রয়েছে অশ্বিন। পাশে বসে কোহলি ।অশ্বিন তাকে কিছু একটা বলছেন। তারপরে দেখা যায়, অশ্বিনের চোখে জল । তাঁকে জড়িয়ে ধরেন কোহলি ।তারপরেও বেশ কিছুক্ষণ দুজনকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। সেই সময় পশ্চিমের কাঁধে ছিল কোহলির হাত কোহলি সেখান থেকে উঠে যাওয়ার পরে কোচ-গৌতম গম্ভীর এর সঙ্গেও কথা বলতে দেখা যায় অশ্বিনকে। এই দৃশ্যের পরেই অশ্বিনের অবসর নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। ধারাভাষ্যকারদের মধ্যে কেউ কেউ তো বলেই ফেললেন অশ্বিন নিশ্চয়ই নিজের অবসরের কথা ভাবছেন ।কারণ ,ক্রিকেটাররা জানেন তাদের দিকে ক্যামেরা থাকবে। তারপরেও অশ্বিনের মত ক্রিকেটার তার আবেগ ধরে রাখতে পারেননি ।এর থেকে স্পষ্ট অবসর নিয়ে কিছু ভাবছেন না তিনি ।শেষ পর্যন্ত সেটাই সত্যি হল। ভারতের হয়ে ১০৫টি টেস্টে ৫৩৭টি উইকেট নিয়েছেন। তিনি এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন ৩৭ বার ।পাশাপাশি ৩৪৭৪ রান করেছেন তিনি। রয়েছে ছটি সেঞ্চুরিও ১৪ টি হাফ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post