সময়টা ভালো যাচ্ছে গৌতম গম্ভীরের। ২০২৪ আইপিএলে কেকেআরের মেন্টর হয়ে ফিরেই নাইটদের চ্যাম্পিয়ন করেছেন। সেই সুবাদে কোচিং ক্যারিয়ারে পেয়ে গিয়েছেন বড় সুযোগ। ভারতীয় দলের কোচ হয়েছেন গম্ভীর। ক্যারিয়ারের নতুন ইনিংসে দ্রুত যেভাবে সাফল্যের সিঁড়ি চড়ছেন গৌতম গম্ভীর তাতে তাঁকে ঘিরে জানার আগ্রহ আরো বেড়ে গিয়েছে। আসুন দেখে নেওয়া যাক ভারতের নতুন কোচ কত সম্পত্তির মালিক। ভারতীয় দলে দীর্ঘদিন খেলেছেন গৌতম । হয়েছেন সাংসদ ।আইপিএলে একাধিক দলের মেন্টাল হিসেবে কাজ করেছেন রয়েছে পারিবারিক ব্যবসা। ফলে গৌতম গম্ভীদের সম্পত্তি নেহাত কম নয় তা আন্দাজ করাই যাচ্ছে।
ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ডটকমের তথ্য অনুযায়ী আনুমানিক ২৬৫ কোটি টাকার অস্তাবর সম্পত্তি রয়েছে। এছাড়াও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সম্পত্তি রয়েছে কোটি কোটি টাকার। তিনি দিল্লির রাজিন্দ্ররনগরের যে বাড়িতে থাকেন তার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা। এছাড়াও তার নয়টা ও মলকাপুরে একটি করে বাড়ি রয়েছে। যেগুলির আনুমানিক মূল্য চার ও এক কোটি টাকা। গৌতম গভীরের গ্যারেজে রয়েছে নানা ধরনের নামিদামি গাড়ি। রয়েছে মারুতি, সুজুকি, বোলেরো, টয়টা, অডি ,বি এম ডব্লু এর মতো বিলাসবহুল গাড়ি ।গৌতম গম্ভীরের এমন বিপুল পরিমাণ সম্পত্তি উৎস হিসেবে মূলত তার ক্রিকেট ক্যারিয়ারকেই ধরা হয়ে থাকে। তবে খেলোয়াড় হিসেবে এমন বিপুল টাকার রোজগারের পাশাপাশি তিনি সাংসদ হিসেবেও অনেকটাই বেতন পেয়েছেন সরকারের থেকে।
এছাড়াও তার একাধিক উৎস রয়েছে এবং সেগুলি হল ব্র্যান্ড এনডোর্সমেন্ট, পারিবারিক ব্যবসা, বিনিয়োগ। এছাড়াও ধারাভাষ্যকার হিসেবে তিনি বিপুল পরিমাণ অর্থ রোজগার করেছেন ইতিমধ্যেই। ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীর ১২কোটি টাকা বছরে পাবেন ।এছাড়া গৌতম গভীর বিদেশ সফরে থাকাকালীন প্রতিদিন একুশ হাজার টাকা ভাতা পাবেন। এটি মাইনে ছাড়াও দৈনিক ভাতা হিসেবে দেয়া হবে। গৌতম গম্ভীর দেশের সেই সকল ক্রিকেটারদের মধ্যে একজন যারা মন খুলে জনসেবা করে থাকেন ।দিল্লিতে গম্ভীরের জন-রসোই চালান ,যেখানে প্রতিদিন শ’য়ে শ’য়ে লোকজন খেতে আসেন। পাশাপাশি তিনি সুকমায় নকশাল হামলায় শহীদদের সন্তানদের পড়াশোনার খরচ তুলে দিয়েছেন ।এছাড়াও গৌতম গম্ভীর ফাউন্ডেশন নামে একটি এনজিও চালান। যেখানে গরিব ও অনাথ শিশুদের সাহায্য করা হয়।
Discussion about this post