চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেনি শুভমান গিল। তাঁর ঘাড়ে ও কাঁধে চোট লাগে ব্যাঙ্গালুরু টেস্ট এর আগে। এবার পুনেতে দ্বিতীয় টেস্টে তিনি খেলবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। বিশেষ করে প্রথমে ইনিংসে ব্যাটারদের ব্যর্থতা দেখার পর গিলে ফেরানোর দাবি করা হচ্ছে। বেঙ্গালুরু টেস্ট হারের পর গিলের ফিটনেস নিয়ে মুখ খুললেন অধিনায়ক রোহিত শর্মা। শুভ মাংকির ম্যাচের আগের দিন ঘাড়ে ব্যাথার অনুভব করেন এরপর ঝুঁকি না নিয়ে তাকে বসিয়ে দেয় বদলে প্রথম একথা সে সুযোগ পান সারফরাজ খান। আর গিলের জায়গায় তিন নম্বরে ব্যাট করতে নামের বিরাট কোহলি। সরফরাজ সুযোগ পেয়ে বাজিমাত করেছেন। দ্বিতীয় এনেছে তিনি ১৫০ রান করেছেন । আর কি দিয়ে জায়গায় ব্যাট করতে নামা বিরাট কোহলি করছেন ৭০ রান। ম্যাচের পর অনুষ্ঠানে রোহিত শর্মাকে গিলকে নিয়ে বলেন,” ও ঠিক আছে এখন” পুনা টেস্টে গিয়ে খেলবেন কিনা সেটা পরিষ্কার করে রোহিত না জানালেও ছবি বলছে অন্য কথা। ঘাড়ে ব্যথা পর দিল কে এল সি তে পাঠানো হয় সেখানে তার চিকিৎসা শুরু হয় চিকিৎসার পর গিলকে দেখা যায় নেটের ব্যাটিং করছেন। তাঁকে বলে করছেন মোহাম্মদ সামি। গিলকে বেশ ছন্দে দেখিয়েছে। সামিকেও ছন্দে বল করতে দেখা গিয়েছে।সামির হাটুতে স্ট্র্যাপ জড়ানো ছিল । শুভমান যদি পুনে টেস্টে খেলেন সে ক্ষেত্রে বাদ পড়ার সম্ভাবনা বেশি কে রাহুলের ।তিনি ব্যাঙ্গালোরে টেস্টটা ভালো খেলতে পারেনি। প্রথম ইনিং এ শূন্য রানের পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১২ রান করতে করতে পারেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post