: ৯ জন খেলে ড্র ইস্টবেঙ্গলের নৈতিক জয় ।কিন্তু এক পয়েন্টে খুশি নন অস্কার ব্রুজো। সমর্থকদের আবেগের সঙ্গে গা ভাসাতে চান না । বাস্তবের মাটিতে পা ইস্টবেঙ্গলের নতুন কোচের ।ফুটবলারদের চারিত্রিক দৃঢ়তা, লড়াকু মনোভাবের কদর করলেও স্পষ্ট জানিয়ে দিলেন, তাদের তিন পয়েন্ট দরকার ছিল। অস্কার বলেন, আমরা টেবিলের তলানিতে আছি। এক পয়েন্ট পেলেও আমরা শেষেই থাকব। প্লেয়ারদের চারিত্রিক দৃঢ়তা, লড়াই করার মানসিকতার পাশাপাশি পয়েন্ট গুরুত্বপূর্ণ ।অবশ্যই এই ম্যাচের ইতিবাচক দিক আছে। আমরা চার ম্যাচ হারেনি। তবে আমাদের টার্গেট ৩ পয়েন্ট ছিল ।ড্রয়ে কেউ খুশি নয়।। এদিন বেশ কিছু ক্ষেত্রে রেফারি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গিয়েছে ।একাধিক ফাউল দেয়া হয়নি। পেনাল্টি থেকে বঞ্চিত করা হয় । ম্যাচ শেষে রেফারিং নিয়ে হতাশা প্রকাশ করলেন অস্কার। একইসঙ্গে মহেশের আচরণে সমর্থনে নয় লাল হলুদ কোচ ।অস্কার বলেন, এএফসি তে সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু আইএসএলে আমাদের সম্মান দেয়া হয় না ।এটা আমি কর্তাদের বলেছিলাম ।আমরা লাল কার্ড দেখি ,অন্যান্য ক্লাবের থেকে আমাদের সঙ্গে রেফারিদের আচরণ আলাদা। বেশি বললে নির্বাসিত করে দেবে। তবে বলতে বাধ্য হচ্ছি, আমি রেফারি নিয়ে সন্তুষ্ট নই।
বাকিটা ক্লাবের দেখবে । তবে আমি মহেশের আচরণেও খুশি নই। রেফারি আমাদের হাতে নেই কিন্তু প্লেয়ারদের বিষয়টা আছে। মহেশের পারফরম্যান্স আগের মরসুমের মতো নেই । ম্যাচের শেষে গো ব্যাক স্লোগান শুনতে হয় আন্দ্রে চের্নিশভকে। মহামেডান বাসকের ঘিরে অসন্তোষ প্রকাশ করে সাপোর্টাররা ।বিদায় ঘন্টার কি বেজে গেল রুশ কোচের? জানার জন্য অপেক্ষা করতে হবে । তবে চের্নিশভ মেনে নিলেন, নয়জনের ইস্টবেলের বিরুদ্ধে না জেতা তাদের ব্যর্থতা। আত্মবিশ্বাসের অভাবকে দায়ী করেন। চের্নিশভ বলেন, নয় জন প্লেয়ারের বিরুদ্ধে জেতা বাধ্যতামূলক ।আমাদের জন্য ভালো রেজাল্ট নয় ।আমাদের গোল করা উচিত ছিল। আমাদের সুযোগও ছিল। কিন্তু কখন ও ইস্টবেঙ্গলের গোলকিপার ভালো সেফ করেছে। কখনো আমরা গোল করতে পারিনি। আমরা রেজাল্ট নিয়ে খুশি নয় আমাদের আরো আত্মবিশ্বাসী হতে হবে আমরা পরিস্থিতি বদলাতে চাই। কিন্তু প্লেয়ারটা ভুল করার ভয় পায়। তোমাদের ফাইনাল পাসের ক্ষেত্রে আরো নিপুণ হতে হবে।
Discussion about this post