জশপ্রীত বুমরা পার্থ টেস্টে ভারতের মুখ্য পরিচালক ।শুধু এই টেস্টে কেন ,ক্রিকেটে যে কোন ফর্মাটে হোক না কেন বুমরার বিকল্প পাওয়া ভার ।প্রথমে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে পরিকল্পিত নেতৃত্ব করলেন প্রশংসার ঝড় নেট দুনিয়ায়। প্রথমে ইনিংসে ভারত তোলে ১৫০ রান ।কে এল রাহুল, ঋষভ পন্থ আর সদ্য অভিষেক হওয়া নীতিশ কুমার রেড্ডি ছাড়া কেউই রান পাননি। স্বাভাবিকভাবেই ফিরে আসছিল ঘরের মাঠে ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকামের স্মৃতি। সেই ভয় কমেছে তার নেপথ্যে বুমরার নেতৃত্ব ও বিধ্বংসী বোলিং। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তখন তৃতীয় ওভার। বুমরার বলে এল বি ডাবলু হলেন ন্যাথান ম্যাকসুইনি। সেই শুরু। তারপরে একে একে উসমান খোয়াজা স্টিভ স্মিথ প্যাট কামিন্স প্যাভিলিয়নের রাস্ত দেখেলেন ভারতের অধিনায়ক । ভোমরার সুইংয়ের সামনে দিশেহারা দেখালো অস্ট্রেলিয়ার ব্যাটিংকে।দিনের শেষে অস্ট্রেলিয়ার রান দাঁড়িয়েছিল ৭ উইকেটে ৬৭ তারপর আজ সকালেই প্রথম ওভারেই একটি উইকেট অবশেষে পাঁচ উইকেট নিয়ে থামলেন তিনি। মিডিয়ার বক্তব্য ম্যালকম মার্সেলের পর এরকম পেসার দেখিনি তাঁর ধারে কাছে কেউ নেই । হর্স ভোগলে এক্স হান্ডেলে লিখেছেন ,ব্যাটাররা এখনো বুঝেই উঠতে পারছে না কিভাবে বুমরাহকে খেলা উচিত । আবার কেউ লিখেছেন বুমরা আমাদের দেশে হয়ে খেলে এটা আমাদের অহংকার,গর্ব। এদের মধ্যে রয়েছেন বুমরার স্ত্রী সাঞ্জনা গনেশান ।সোশ্যাল মিডিয়া ভারতীয়। পেসারের পেছনের ছবির সঙ্গে তিনি যে বার্তা দিয়েছেন তাতে দুষ্টুমির ছোঁয়া রয়েছে ।উচ্ছ্বাসিত ওয়াসিম আক্রম বলেন, “এই হচ্ছে পৃথিবীর সেরা ফাস্ট বোলার .,ক্যাপ্টেনের মতোই পারফরমেন্স” । সানি গাভাস্কার বলেছেন,” মাত্র ১৫০ টা রানে অলআউট হয়ে যাওয়ার পরে ভারত যেভাবে ফিরে এসেছে বুমরা পারফরম্যান্স ছাড়া অসম্ভব ছিল”।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post