অস্কার ব্রুজোর নাম ইস্টবেঙ্গলের কোচ হিসেবে ঘোষণা হওয়ার পরেই রবসন রবিনহোকে নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল ।এর আগেও ইস্টবেঙ্গল বসুন্ধরা কিংসের এই তারকাকে দলে নিতে চেয়েছিল। তবে বাংলাদেশের ক্লাব তাকে না ছাড়ায় নিতে পারেনি লাল হলুদ ।বসুন্ধরার প্রাক্তন কোচ অস্কার ইস্টবেঙ্গলের যোগ দিতেই রবিনহোর সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ।এরপর তিনি আবার বসুন্ধরার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন । ২৮ বছর বয়স স্ট্রাইকার রবিনহু চলতি বছরের নভেম্বর মাসের পরেই ফ্রী প্লেয়ার হয়ে যেতে পারে। তার সঙ্গে ক্লাবের চুক্তি নভেম্বর পর্যন্ত রয়েছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে ফ্রি প্লেয়ার হিসেবে কোন দলে যোগ দিলে ফিফার উইন্টার ট্রান্সফার পর্যন্ত অপেক্ষা করতে হবে হবে না লাল হলুদ শিবিরকে ।আরেকটি বিষয় মাথায় ঘোরাফেরা করছে ইস্টবেঙ্গল শিবিরের। অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলের নয়া কোচ হওয়ার আগে থেকেই জানিয়েছিলেন রবিনহোকে নিতে চান তিনি ।বাংলাদেশের বসুন্ধরা কিংসেরন্সের জার্সিতে ২০২১ সালের পর থেকে প্রচুর গোল রয়েছে তার। অর্থাৎ বক্স স্ট্রাইকার বলতে যা বুঝায় ,এএফসি কাপেও ভালো খেলেছেন। ক্লেন্টন সিলভার বয়স ৩৬, সেখানে রবিনহুড ২৮,সেই কারণেই আক্রমণে তারুণ্য আনতে পারেন ব্রুজো।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post