কিংবদন্তি ফুটবলার দিয়াগো মারাদোনার দেহাবশেষ সমাধিস্থল থেকে সরানোর আবেদন করেছিল তাঁর দুই কন্যা। সেই আবেদনের সাড়া দিয়ে তা স্থানান্তরের অনুমতি দিল আর্জেন্টিনার আদালত। কিন্তু কেন সরানো হবে মারাদোনার দেহাবশেষ? আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের কেন্দ্রস্থলে তৈরি হবে মারাদোনার এক সমাধিস্থল ।বাবার দেহাবশেষ স্থানান্তরিত করে স্মৃতিসৌধে তা রাখার অনুরোধ করে আদালতের দ্বারস্হ হয়েছিলেন তাঁর মেয়েরা। অবশেষে সেই আবেদনে সাড়া দিল আদালত। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মারাদোনা প্রয়াত হন ২০২০সালের ২৫ শে নভেম্বর। বয়স হয়েছিল মাত্র ৬০ ।ফুটবলার জীবনে তো বটেই তারপরেও অনিশ্চিত জীবন যাপন বারবার সমস্যায় ফেলেছে তাঁকে। মাদকাসক্তির প্রবণতা কারণে স্বাস্থ্য আগেই ভেঙে পড়েছিল। তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। এরপর একটি অস্ত্রপ্রচার হয় ভারত ওনার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে ধীরে ধীরে মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু সবকিছু স্বাভাবিক হওয়ার আগেই ঘটে যায় ইন্দ্রপতন। অকালেই প্রয়াত হন মারাদোনা ।জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি । মারাদোনার মৃত্যুর পর পূর্ণ তদন্তের দাবি জানান তার আইনজীবী ।অভিযোগ, চিকিৎসা ব্যবস্থা অবহেলা করা হয়েছে ।ঠিকঠাক চিকিৎসা পেলে হয়তো মৃত্যু এড়ানো যেত ।২০২২ সালের মার্চে তদন্ত শুরুও হয়। প্রথমে শুনানি শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের জুন মাসে। পরে তা পিছিয়ে দেওয়া হয় অক্টোবরে ।কিন্তু সেটা ফের পিছিয়ে দেওয়া হয় আগামী বছরের মে মাসে ।যে আদালত মারাদোনার দেহাবশেষ সরানোর অনুমতি দিল সেখানেই হবে এই মামলার শুনানিও।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post