টেস্ট ক্রিকেটে ৩০ তম শতরান করে ফেলেছেন বিরাট কোহলি ।অস্ট্রেলিয়া সফরের তাঁর ব্যাট থেকে আরও রানের আশা করছেন ভারতীয় সমর্থকেরা। ৩৬ বছরের বিরাট এখনো ফিট। আর তার ফিটনেস এর রহস্য লুকিয়ে ঘুমের মধ্যে এমনটাই জানিয়েছেন শ্রী অনুষ্কা শর্মা। বর্ডার গাভাস্কার ট্রফি চলছে অস্ট্রেলিয়ায় ।সেখানে গিয়েছেন অনুষ্কা ।তিনি বলেছেন,” বিরাট নিজের শরীর এবং ফিটনেস এর দিকে খুবই নজর রাখে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠিয়েই কার্ডিয়ো করে। সেই সঙ্গে আমার সঙ্গে ক্রিকেট খেলে ।কোন ধরনের ভাজাভুজি খায় না ।কোন মিষ্টি পানীয় খায় না ।গত দশ বছর একবারও বাটার চিকেন খাইনি বিরাট। ভাবা যায়? ঘুমের দিকেও বিশেষ নজর দেয় বিরাট ।পর্যাপ্ত সময় ঘুম প্রয়োজন ওর। মাঠে নিজের সেরাটা দেওয়ার জন্য এটা খুব দরকার যা মেনে চলে বিরাট।”। অনুষ্কা মনে করেন বিরাটের ফিটনেস তাকে শুধু তাকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় তৈরি করেনি , এটা বাকিদের কাছেও একটা অনুপ্রেরণা । মাঝে ফর্ম হারিয়েছিলেন বিরাট। রান পাচ্ছিলেন না। কিন্তু ফিটনেস ধরে রেখেছেন বলেই রানে ফিরতে পেরেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০ টি শতরান করেছেন আর ,২টি শত রান করলে একই দেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ড গড়বেন তিনি ।ভেঙে দেবেন ইংল্যান্ডের বিরুদ্ধে ডন ব্র্যাডম্যানের ১১ টি শতরান করার রেকর্ড।
বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিত হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ। কিন্তু হামলার আশঙ্কায় ম্যাচ শেষ করা সম্ভব হয়নি। প্রথম...
Read more
Discussion about this post