ইতিহাসের সন্ধিক্ষণে আশলতা দেবী। ভারতীয় মহিলা ফুটবল দলের ক্যাপ্টেন আশালতা। আগামীকাল ১৭ই অক্টোবর বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামতে নামতে চলেছে ভারত। সেই ম্যাচেই ইতিহাস গড়তে চলেছেন এই মহিলা ফুটবলার ।ভারতের প্রথম মহিলা ফুটবলার হিসাবে ১০০আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির করবেন আশালতা। ৩১ বছর বয়সী মনিপুরের এই ফুটবলার ২০১১ সালে ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবার দেশের জার্সিতে খেলতে নেমেছিলেন প্রিঅলিম্পি টুর্নামেন্ট।এরপর থেকে তারকা ডিফেন্ডার জাতীয় দলের অবিচ্ছেদ অঙ্গ হয়ে উঠেছেন ধীরে ধীরে। এর আগে ২০০৮ সালে অনূর্ধ্ব ১৭ ভারতীয় দলের সুযোগ পেয়েছিলেন আশালতা দেবী। যখন তার বয়স ছিল ১৫ বছর । ইম্ফলে জন্ম হওয়া আশালতা ১৩ বছর থেকে ফুটবল খেলা শুরু করেন। শুরুর দিকে ভারতীয় রেলওয়েজ ফুটবল দলের সদস্য ছিলেন। এরপর ২০১৫ সালে মলদ্বীপের ক্লাব রেডিয়েন্ট ওমেন্স ফুটবল ক্লাবের হয়ে খেলেছেন। এরপর কটক ,ইম্ফল ও মাদুরাই ও গোকুলামের হয়ে খেলেছেন ভারতীয় মহিলা ফুটবল লিগে ।এই মুহূর্তে ইস্টবেঙ্গলের জার্সিতে ক্লাব ফুটবল খেলেন আশালতা। অভিজ্ঞ এই ভারতীয় ফুটবলার বলেন ,,’এই নিয়ে ষষ্ঠবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে চলেছি আমরা। চারবার চ্যাম্পিয়ন হয়েছি। আমি এবার জিততে চাই ট্রফিটা। আমার কাছে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। নিজেদের সেরাটা দেবার জন্য মুখিয়ে রয়েছি আমরা সবাই । ২০১৬ ,২০১৯ সালের সাউথ এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন ছিল ভারতীয় মহিলা ফুটবল দল। সেই দলের সদস্য ছিলেন আশালতা দেবী ।এছাড়া ২০১২, ১৪, ১৬,১৯ সাফ গেমসে চ্যাম্পিয়নশি ভারত। প্রতিবারই খেলেছে আশালতা। ২০১৮-১৯ মরসুমে দেশের সেরার মহিলা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন।
: চলতি বর্ডার অবস্থায় ট্রফির পাঁচ ম্যাচের সিরিজের ফল এখন ১- ১। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেনে তৃতীয় টেস্ট ড্র হয়ে গিয়েছে। আগামী...
Read more
Discussion about this post