প্রথম বছরের মতন দ্বিতীয় বছরেও সাফল্য এল না । ইমার্জিং এশিয়া কাপে পরপর দুই ম্যাচে হেরে বিদায় নিতে হলো বাংলাদেশ এর এ দলকে। টুর্নামেন্ট এমার্জিং বা উদীয়মান ক্রিকেটারদের নিয়ে হলেও বাংলাদেশ সাফল্যের জন্য জাতীয় দলের খেলা প্লেয়ারদের উপর ভরসা করেছিল। কিন্তু তারাও দলকে ট্রফি এনে দিতে পারল না ।বড়দের টুর্নামেন্টের পর উদীয়মান তারকাদের টুর্নামেন্টেও বেহাল দশা বাংলাদেশের ।এবার সাফল্যের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের অভিজ্ঞতা থাকা মোট ৮ জনকে পাঠিয়েছিল। ইমারজিং এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপস্তর থেকে বিদায় নিলেন তৌহিদ হৃদয়, মোহাম্মদ নইম ,আকবর আলী রা। বাংলাদেশ এবার গ্রুপ ‘এ’ ছিল ।তাদের সঙ্গে গ্রুপে ছিল শ্রীলংকা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ স্তরের তিনটি দলের মধ্যে বাংলাদেশ মাত্র হংকং এর বিরুদ্ধে জিততে পেরেছে ।আফগানিস্তান আফগানিস্তানের কাছে হারের পর তাদের কাছে সুযোগ ছিল শ্রীলঙ্কাকে হারিয়ে টিকে থাকার। কিন্তু তারা ১৯রা হেরে যায় শ্রীলঙ্কার কাছে। বাংলাদেশ তাদের ইমার্জিং এশিয়া কাপে যাত্রা শুরু করে হংকং কে হারিয়ে ।পাঁচ উইকেটে হারায় ।কিন্তু ক্রিকেট বিশ্বের দ্বিতীয় সারির দল হংকংকে হারিয়ে খুব একটা যে পার্থক্য তৈরি হবে না সেটা বুঝেছিল সমর্থকরা। চ্যালেঞ্জ ছিল আফগানিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচ। সেখানে হেরে গেল বাংলাদেশ শ্রীলংকা ও আফগানিস্তানের কাছে। গ্রুপ বি থেকে সেমিফাইনালে গেল ভারত ও পাকিস্তান ভারত টুর্নামেন্টের একমাত্র দল যারা একটি ম্যাচেও হারেনি।।
রিষভ পন্থ যখন মাঝমাঠে থাকে, তখন কারও পক্ষে গম্ভীর মেজাজে থাকা কঠিন। পার্থে বর্ডার-গাভস্কর ট্রফি শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের...
Read more
Discussion about this post