টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এবার ভারতীয় দলের ফোকাসে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও জিততে চায় ভারতীয় দল। রোহিত শর্মার নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের পরই টি-টোয়েন্টি আন্তর্জাতিক অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজারা। তবে আগামীদিনে রোহিত শর্মাকে নিয়ে কি ভাবছে বিসিসিআই, তার বড় আপডেট দিলেন জয় শাহ। টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করলেও আগামী দিনের রোহিত এবং বিরাট যে টেস্ট এবং একদিনের ফর্মাটে ধারাবাহিকভাবে খেলা চালিয়ে যাবেন সে কথা আরও একবার স্পষ্ট করে দিলেন বিসিআই সচিব জয় শাহ।
রবিবার পবিত্র রথযাত্রার দিনই বিসিসিআই-এর পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে বলা করা হয়েছে আগামী দিনে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারতীয় দল। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন ,”আগামী দিনে ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে ।আমরা আশাবাদী আগামী দিনে এই দুটি টুর্নামেন্টেও ভারতীয় দল চ্যাম্পিয়ন হবে। জয় ভারত ,বন্দেমাতরম” ।জয় শাহ আরো বলেন ,’’টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আমাদের পরবর্তী লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি,”। রোহিতের অধিনায়ক হতে আমাদের পুরো আস্থা রয়েছে আরও দুটো টুর্নামেন্টেই আমরা চ্যাম্পিয়ন হব,”,। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্ব সমাপ্ত হয়েছে এরপর আইসিসি পুরুষদের ক্রিকেটের পরবর্তী ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু ভারতীয় দল পাকিস্তানের আদৌ খেলতে যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা আছে”।
Discussion about this post