দুরন্ত বোলিংয়ে নিজের দলকে বহুবার ম্যাচ জিতিয়েছেন মোঃ শামি ।কিন্তু সোমবারের চিন্নাস্বামী দেখল ব্যাটার শামিকে। মাত্র ১৭ বলে ৩২ রান করে তিনি বাংলার জয় নিশ্চিত করেন ।টেল এন্ডার এবং বোলারদের দাপটে সৈয়দ মুস্তাফা আলি ট্রাফির কোয়ার্টার ফাইনালে চলে গেল অভিষেক পোড়েলরা। টুর্নামেন্ট থেকে বিদায় নিল চন্ডিগড়। টসে জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায় চন্ডিগড় ।কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে বিপাকে পরে বাংলা। নিয়মিত ব্যবধানে বাংলার উইকেট পড়তে থাকে কারণ লাল ৩৩ রান করেন। ২৮ রান আসে ঋত্বিকের ব্যাট থেকে। কিন্তু বাংলাকে ম্যাচ জেতার স্বপ্ন দেখাতে শুরু করেন টেল এন্ডাররা। ২৪ বলে ৩০ রান করেন প্রদীপ্ত প্রামানিক সঙ্গে ৩২ রানের শামির। নিচের সারির ব্যাটারদের দাপটে ২০ ওভারের শেষে ১৬৯ রান তুলে বাংলা । রান তাড়া করতে নামা চন্ডিগড় শিবিরের প্রথম ধাক্কা টা দেন শামি। প্রথমবার বল করতে এসে ওপেনার আরসালান খানকে শূন্য রানে আউট করেন তিনি ।তারপর থেকে চিন্নাস্বামীতে দাপট দেখালেন বঙ্গ পেসার সায়ন ঘোষ চারবার বল করে ত্রিশ রানের। চার ওভার বল করে ৩০ রানে তিনি চারটি উইকেট তুলে নেন। একেবারে শেষ পর্যন্ত লড়াই চালায় চন্ডিগড়। কিন্তু ১৫৬ রানের শেষ হয়ে যায় রাজ বাওয়াদের ইনিংস। হাড্ডাহাড্ডি ম্যাচে তিন রানে জিতে সৈয়দ মুস্তাক আলি নক আউট পর্ব শুরু করল বাংলা।
ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...
Read more
Discussion about this post