আগামীকাল আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। তার আগে খুশির খবর ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য । আইসিসির বর্ষসেরা একদিনের ক্রিকেটার নির্বাচিত হলেন বিরাট কোহলি। গত ৫০ ওভারে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছিল বিরাটের ব্যাটে । বিরাট বিশ্বকাপে ৭৬৫ রান করেছিল। যেকোনো বিশ্বকাপে আসরে যা ছিল সর্বোচ্চ ।তারই ফলস্বরূপ ২০২৩ সালে একদিনের ক্রিকেটের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিরাট । আইসিসির বর্ষসেরা একদিনের দলেও রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক । ট্রফি সহ বিরাটের এই কৃতিত্বের ছবি সমাজ মাধ্যমে প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। শুধু বিশ্বকাপ নয় গত ৩৫ বছর ভারতীয় কিংবদন্তি একদিনের ক্রিকেটে দাপট দেখিয়েছেন। ২৪ ইনিংসে তাঁর রান ছিল ১৩৭৭ । ব্যাটিং গড় ৭২ এর কাছাকাছি ছয়টি শতরান ৮ টি অর্ধশত রান এসেছে বিরাটের ব্যাটে । সদ্য সমাপ্ত আইপিএলের অসাধারণ ব্যাট করেছেন বিরাট । সর্বাধিক রান করে জিতে নিয়েছেন কমলা টুপি। টি২০ বিশ্বকাপের বিরাট ওপেন করবেন কিনা এই নিয়ে চলেছে বিতর্ক। অস্ট্রেলিয়ায় প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন মনে করেন বিরাটের অবশ্যই ওপেন করা উচিত । তবে তিনি বিরাটের সঙ্গী হিসেবে যশোস্বী কে বেছেছেন। তাঁর কথায়, শুরুতে ডানহাতি ও বাঁ হাতি প্রয়োজন। প্রথম ৬ জন ডান হাতি হলে সমস্যা। রোহিত তিনে খেলতে পারে।
ভারতের এই অবস্থার জন্য কাকে দায়ী করা উচিৎ হবে তা বলা মুশকিল। যদি বলা হয় ঘরোয়া ক্রিকেটে ভারতীয় সিনিয়র ক্রিকেটাররা...
Read more
Discussion about this post