পেরুকে ৪ -০ গোলে হারিয়ে কনমেবল গ্রুপের চার নম্বরে উঠে এল ব্রাজিল। ১০ টি ম্যাচে তাদের পয়েন্ট ১৬। সমান সংখ্যক ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। চোট সারিয়ে এখনো দলে ফিরতে পারেনি রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ভেনিসিয়াস জুনিয়ার। বার্সেলোনা ২৭ বছরের রাফিন দলের হয়ে জোড়া গোল করেছেন। তবে দুর্দান্ত গোলে নজর কেড়ে নিয়েছেন আন্দ্রেস পেরেরা। তিনি ফিরিয়ে আনেন ২০২২ এ কাতার বিশ্বকাপে রিচার্লিসনের অবিশ্বাস্য গোলের স্মৃতি। ৭১ মিনিটের মাথায় দলের হয়ে তৃতীয় গোল করেন পরিবর্তন হিসেবে খেলতে নামা আন্দ্রেজ। লুইস হেনরিকের সেন্টার করা বল মাটিতে পড়তে দেননি ফুলহমের ২৮ বছরের মিডফিল্ডার ।শূন্যে শরীর ছুড়ে দিয়ে ডান পায়ের ভলিতে গোল করেন। ৩৮ ও ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল রাফিনহার। প্রথম গোলের আগে বক্সের মধ্যে পেরুর ডিপফন্ডার কার্লোস জামব্রানোর হাতে বল লাগে। দ্বিতীয় বারও জামব্রানো বক্সের মধ্যে ফাউল করেন সাভিনহোকে। তিন মিনিটের মধ্যেই লুইস হেনরিকের গোল। ম্যাচের পরে রাফিনহা বলেন,” টানা দুই ম্যাচের জয় আমাদের আবার লড়াইয়ে ফিরিয়ে এনেছে হয়তো আমরা এখনো নিখুঁত হতে পারিনি কিন্তু ঠিক পথেই এগোচ্ছি”।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল !যে রেকর্ডার বিশ্বের কোন দলের নেই ,সেই সেলকাদের সোনালি দিন, আজ অতীত, ব্রাজিল যেন আজ ধু৺কছে!...
Read more
Discussion about this post