ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভেনিজুয়েলার বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। তার আগে চোট সারিয়ে মেসই প্রত্যাবর্তন চাঙ্গা করে দিয়েছে আর্জেন্টিনা শিবির কে।। শুক্রবার ভোরে ব্রাজিলও খেলতে যাচ্ছে চিলির বিরুদ্ধে ।চোটের কারণে ছিটকে যাওয়া ভিনিসিয়াস জুনিয়ার এর অভাব দল কতটা পূরণ করতে পারে তা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে দোরিভাল জুনিয়ার। এই মুহূর্তে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে কনমেবল গ্রুপের শীর্ষে রয়েছে গতবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সম সংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে রয়েছে ব্রাজিল। ভেনিজুয়েলার বিরুদ্ধে খেলতে নামার আগেই ফুরফুরে মেজাজে রয়েছেনকোচ লিয়োলেন স্কোলানি ।মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন ,”চোট সারিয়ে অনেকদিন পরে লিও ফিরেছে ।ও এখন পুরো সুস্থ রয়েছে। আশা করছি শুরু থেকে মেসি খেলবে”। ওদিকে অ্যাওয়ে ম্যাচে চিলির বিরুদ্ধে খেলতে নামার আগে স্বস্তি নেই ব্রাজিল শিবিরে ।চোটে দুই ম্যাচে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র। তবে সমর্থকদের প্রশ্ন কবে জাতীয় দলে যোগ দেবেন নেইমার? দলের মনোভাব নিয়ে দোরিভাল বলেছেন,” এই মুহূর্তে জয়ের সরণিতে ফেরা খুবই প্রয়োজনীয়। না হলে দলের মনোবল বাড়বে না। চিলি ঘরের মাঠে বিপদজনক।ফলে আমাদের দ্রুত গোল করার উপরে জোর দিতে হবে। এই ম্যাচটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ”।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অংশ গ্রহন নিয়ে, পাকিস্তানের সঙ্গে অনেক দড়ি টানাটানির পর, যদিও বা হাইব্রিড মডেলে ভারত পাকিস্তান রাজি হল।...
Read more
Discussion about this post