২২ শে নভেম্বর বর্ডার ট্রফি প্রথম টেস্ট শুরু হবে পার্থে ।সেই টেস্টে একান্তভাবেই যদি রোহিত শর্মাকে না পাওয়া যায় তাহলে তার পরিবর্তে অধিনায়কের আর্ম ব্যান্ড থাকবে পেশার যশপ্রীত বুমরার হাতে। সোমবার অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে এ কথা স্পষ্ট করে দিয়েছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। এর পাশাপাশি তিনি এটাও জানিয়ে রাখেন যে এখনই রোহিতের অস্ট্রেলিয়া না যাওয়ার সম্পর্কে আমাকে এখনো অফিসিয়াল ভাবে কিছু জানানো হয়নি বোর্ডের তরফ থেকে ।তাই আমি আশা করবো যে রোহিতকে অবশ্যই শুরু থেকে দলে পাওয়ার বিষয়ে। আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হওয়ার আগেই পারিবারিক কারণে বোর্ড কর্তাদের কাছে ছুটির আবেদন করেছিলেন হিটম্যান। তারপর শুরু হয় তার এই ছুটি নিয়ে নেওয়ার বিষয় নিয়ে জল্পনা ।সূত্রের খবর রোহিতের স্ত্রী ঋত্বিকা দ্বিতীয়বারের জন্য সন্তানসম্ভবা হয়েছেন… সেই কারণে রবির ছুটি চেয়েছিলেন। রোহিত এবং গৌতম গম্ভীর কে নিয়ে আলোচনায় বসেন বোর্ড কর্তারা ।সেই বৈঠকেই রোহিত কে অস্ট্রেলিয়া সিরিজের গুরুত্ব তুলে ধরেন কর্তারা। এবং তারপরেই নিজের ছুটি বাতিল করতে পারে বলেই শোনা যাচ্ছিল। এদিকে রোহিতকে যদি একান্ত না পাওয়া যায় তাহলে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ নিতে পারে বাংলার ব্যাটসম্যান অভিমন্যু ঈশ্বরনের তবে তার সঙ্গে লড়াই রয়েছেন অভিজ্ঞ কে রাহুল ও ।এখন দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।
আগামী 22 শে নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে তারকা ভারতীয় ব্যাটার বিরাট কোহলির চারপাশে প্রচুর ভক্তের ভীড়৷ বিরাট...
Read more
Discussion about this post